‘পুষ্পা টু’ নিয়ে হঠাৎ কী লিখলেন জাহ্নবী?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পুষ্পা টু’ নিয়ে হঠাৎ কী লিখলেন জাহ্নবী?
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



‘পুষ্পা টু’ নিয়ে হঠাৎ কী লিখলেন জাহ্নবী?

এমনটাই আঁচ করেছিল সিনে দুনিয়া। ‘পুষ্পা টু’ দিয়ে বাজিমাত করবে এবং ঝড় তুলবে কোনো উৎসব ছাড়াই। মুক্তির প্রথমদিনে কেবল ভারতেই ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে ছবিটি। যখন পুষ্পা ঝড়ে কাঁপছে পুরো দেশ তখনই শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের একটি পোস্টে চোখ আটকে গেল সিনেপ্রেমীদের।

২০২১ সালে প্রথম রুপালি পর্দায় দর্শক মাতায় লাল চন্দন কাঠ চোরাচালানকারী দুর্ধর্ষ এক স্মাগলার। এ চরিত্রে অনবদ্য অভিনয় করেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।

‘পুষ্পা’ নামের সে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই ব্যাপক সাফল্য পায়। তাই আরও বেশি বাজেটে ‘পুষ্পা ২’ নিয়ে হাজির নির্মাতা সুকুমার।

এবার পাশ্চাত্য সিনেমা নিয়ে বাড়াবাড়ি করার কড়া জবাব দিলেন জাহ্নবী। ‘পুষ্পা টু’-এর সাফল্য এবং উন্মাদনা এতটাই যে, বাকি সব সিনেমা এই মুহূর্তে ফিকে বলা চলে।

এরইমধ্যে আল্লু অর্জুন এবং রাশমিকার সিনেমা ‘পুষ্পা টু’ সমস্ত স্ক্রিন বুক করে রেখেছে। সেই কারণে ‘ইন্টারস্টেলার’-এর ভক্তরা হতাশ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চলছে আলোচনা। ঠিক সেই সময়ই ‘পুষ্পা টু’-এর পাশে দাঁড়ালেন জাহ্নবী।

ইনস্টাগ্রাম পোস্টে জাহ্নবী লিখেছেন, ‘পুষ্পা টু’-ও তো সিনেমা। কেন আমরা পশ্চিমের মূর্তিপূজায় এত আচ্ছন্ন থাকব? আমাদের নিজের দেশের জিনিসকে কোথাও অযোগ্য প্রমাণ করা হয় এই ঘটনায়। আমরা নিজেদের সম্পদ ছেড়ে অন্যদের দেশের সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই, যা অত্যন্ত দুঃখজনক।’

জাহ্নবীর মন্তব্যে কেউ কেউ যেমন তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তেমনই অনেকের আবার ভিন্ন মত। ‘পুষ্পা টু’ ইতোমধ্যেই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় ওপেনিং বলা হচ্ছে এই সিনেমাকে। সুকুমার পরিচালিত এই সিনেমায় একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন আল্লু ও রাশমিকা।

পুষ্পার লম্বা শুটিং শিডিউলে আল্লুকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে নারীর গেটআপ নিতে। তার অর্ধ-নারী সাজের সেই দৃশ্যটিই সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে দর্শকের।

প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছে ‘পুষ্পা ২’।

এদিকে, ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় নিহত ভক্তের পরিবারকে ৩৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৫   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরায়েলি হামলায় ২১ জন নিহত: বেসামরিক প্রতিরক্ষা সংস্থা
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৮ টি দোকান ভষ্মীভূত
মামলা প্রত্যাহার শেষ দেশে ফিরবেন তারেক রহমান : ফখরুল
দেশের যেকোনো ক্লান্তিলগ্নে মোকাবিলায় আমরা প্রস্তুত: বিমান বাহিনী প্রধান
জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস
ফের ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনের পরিচালক আদেল
নাটোরে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স-এর বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
আয়োজক না হয়েও কেন বিশ্বকাপের ম্যাচ হবে আর্জেন্টিনায়
‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানে বেঁচে থাকবেন পাপিয়া সারোয়ার
র‍্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়া হবে: মহাপরিচালক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ