জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৭নং ওয়ার্ডের মেম্বার আফজাল হোসেন।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে ডোয়াইল ইউনিয়ন পরিষদে আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডোয়াইল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এতথ্য জানা যায়।
পরে নবাগত ইউপি চেয়ারম্যান আফজাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত মঙ্গলবার(৩ ডিসেম্বর) জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে ডোয়াইল ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ব্যাহত হওয়ায় এবং সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। যার প্রেক্ষিতে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।
নবাগত ইউপি চেয়ারম্যান জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটেছে। সেই সাথে শেখ হাসিনার সরকারের মনোনীত বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকা ছেড়ে পালিয়েছে। যার ব্যত্যয় ঘটেনি জামালপুরের সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়ন পরিষদেও।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, তিনি ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। যার প্রেক্ষিতে ডোয়াইল ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা প্রদানে ব্যাহত হচ্ছে। বিশেষ করে জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স প্রদানে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণের।
তাই এই দুর্ভোগ ও বেহাল অবস্থা থেকে পরিত্রাণের প্রত্যাশায় সকল ইউপি সদস্যরা সমন্বিত হয়ে উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসক কাছে পরিষদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আবেদন করলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করেন।
তাই প্রশাসনের এই অর্পিত দায়িত্ব সুন্দর ও সুষ্ঠুভাবে পালনের সচেষ্টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেন এবং সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
চেয়ারম্যানের এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুবদলের সভাপতি পল্লব হাজী, থানা বিএনপির ওলামা দলের সভাপতি রেজাউল করিম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যরা।
বাংলাদেশ সময়: ২২:০৪:৩৫ ৬ বার পঠিত