শেখ হাসিনা কখনও ভালো মানুষদের মূল্যায়ন করে নি: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা কখনও ভালো মানুষদের মূল্যায়ন করে নি: গিয়াসউদ্দিন
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



শেখ হাসিনা কখনও ভালো মানুষদের মূল্যায়ন করে নি: গিয়াসউদ্দিন

স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রায় ১৭ বছর এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্পুর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। তাদের সময় তিনবার ভোট হয়েছে, জাতীয় নির্বাচন। ২০১৪ সালে, ২০১৮ সালে ও ২০২৩ সালে। একটি নির্বাচনেও ভোটাদের ভোট প্রয়োগ করতে দেয়নি। তারা দিনের ভোট রাতে করেছে, ভোটার বিহীন নির্বাচন করেছে, তারা ড্যামি নির্বাচন করেছে। কাজেই তিনি যাদের নির্বাচিত করেছেন ঘোষণা দিয়ে, তাদের দিয়ে ভালো কিছু কিভাবে আশা করা যায়। শেখ হাসিনাও চোর ছিল, তার পরিবারও চোর ছিল। তার দ্বারা বানানো মানুষগুলোও চোর ছিল।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। চিটাগাংরোডের হাজী রজ্জব আলী সুপার মার্কেটের সামনে এই সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি এম. এ রবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আ. হান্নান প্রধানের সঞ্চালয়নায় অন্যাদের উপস্থিত ছিলেন- বাংলাদেশ মটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি এস, এম, আসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল।

আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মো. রওশন আলী, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মুন্সী, নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার ও কার্যকরী সভাপতি খলিলুর রহমান হামিদীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, পৃথিবীর ইতিহাসে কোথায় পাবেন না, সরকার পতনের পর সরকারের প্রধানমন্ত্রী পালায়, তার পরিবার-পরিজন পালায়, তার মন্ত্রী পরিষদও পালায়, তার এমপিরাও পালায়, তার আতি-পাতি নেতা যারা আছেন তারাও পালিয়ে গেছে। সবাই পালিয়েছে। কারণ এরা চোরের দল, সবাই চুরি করেছে।

তিনি বলেন, দুই চার জন ভালো মানুষ ছিল আমরা তা স্বীকার করি। কিন্তু সেই ক্ষমতাসীন দল তাদের কখনও মূল্যায়ন করেনি। ভালো লোকগুলোর অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার ছিল, সেগুলো তারা করেন নি। ভালো মানুষ কাদের দ্বারা আজকে ক্ষতিগ্রস্থ, আজকে চোরের দ্বারা ক্ষতিগ্রস্থ। চোরের দল দেশ থেকে চলে গেছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩০   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ