জামালপুর প্রতিনিধি : স্বাধীনতা বিভক্তির নয় ঐক্যের, এই শ্লোগানে জামালপুরে সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এ বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। ভোর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পৌরসভার ঐতিহাসিক গণময়দানে এসে জমায়েত হয়।
পরে সমবেত নেতাকর্মীরা একটি র্যালী বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এলে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করে আরামনগর বাজার জি কে প্লাজার সামনে গিয়ে র্যালীটি শেষ হয়।
পরে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ্যাড. আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, কর্ম পরিষদ সদস্য এ্যাড. সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাড. আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের শুরা সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, পৌর আমির ডা. গোলাম রব্বানী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সাঈম প্রমূখ।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল বলেন,স্বাধীনতা বিভক্তির নয়, ঐক্যের। ১৬ ডিসেম্বর আমাদের অহঙ্কার ও গর্বের।আমরা আজ বিজয় দিবস উপলক্ষে পৌর এলাকায় এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছি।
বাংলাদেশ সময়: ২০:০৪:১৫ ৭৮ বার পঠিত