নিজ মাঠে ফর্টিসের কাছে কিংসের হার, ব্রাদার্সের গোলোৎসব

প্রথম পাতা » খেলাধুলা » নিজ মাঠে ফর্টিসের কাছে কিংসের হার, ব্রাদার্সের গোলোৎসব
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



নিজ মাঠে ফর্টিসের কাছে কিংসের হার, ব্রাদার্সের গোলোৎসব

প্রিমিয়ার লিগে গত সপ্তাহে মোহামেডানের কাছে হারের পর ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হারল বসুন্ধরা কিংস। মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। দিনের অন্য ম্যাচে মুস্তাফা দ্রামেহ আর সাজ্জাদ হোসেনের জোড়া হ্যাটট্রিকে ঢাকা ওয়ান্ডারার্সকে ৮–০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

মঙ্গলবার (১৭ ‍ডিসেম্বর) কিংস অ্যারেনায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই ফর্টিসের বিপক্ষে বড় ধাক্কা খেল বসুন্ধরা কিংস। এদিন ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছে তারা। এটি কিংসের বিপক্ষে ফর্টিসের প্রথম জয়।

আগের ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন এনে মাঠে নেমেছিল বসুন্ধরা দল। একাদশে সুযোগ পেয়েও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল, জাহিদ হোসেন ও টুটুল হোসেন বাদশাহ।

ম্যাচের প্রথমার্ধে ফর্টিসের ওপর কিছুটা চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি কিংস। তবে দ্বিতীয়ার্ধে ফর্টিসের প্রতি আক্রমণে বেকায়দায় পড়ে কিংস।

ম্যাচের ৭০ মিনিটে ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভ্যালেরি রিশিনের নেওয়া কর্নার থেকে হেড করে গোল করেন উজবেক ডিফেন্ডার জাসুর জুমায়েভ। এর ৭ মিনিট পর পিয়াস নোভার পাস থেকে বল পেয়ে ফর্টিসের খেলোয়াড় আবদুল্লাহর শট কিংসের গোলরক্ষকে পরাস্ত করে জাল খুঁজে পায়। এতেই জয়পায় ফর্টিস।

দিনের অপর ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের বিপক্ষে গোল উৎসব করেছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের অষ্টম মিনিটেই কাওসার আলী রাব্বির গোলে এগিয়ে যায় তারা। আর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুস্তাফা। এরপর সাজ্জাদের ২৮ ও ৪৮ মিনিটে জোড়া গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০ তে।

এরপর ৬৫ ও ৭০ মিনিটে মুস্তাফা আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের ৮১ মিনিটে সাজ্জাদও হ্যাটট্রিক পূর্ণ করেন। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ব্রাদার্সকে ৮-০ ব্যবধানে বিশাল জয় এনে দেন এলিটা কিংসলে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৩২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
নিজ মাঠে ফর্টিসের কাছে কিংসের হার, ব্রাদার্সের গোলোৎসব
ডার্বি ম্যাচে শেষ মুহূর্তের ২ গোলে ইউনাইটেডের কাছে হারল সিটি
বিজয় দিবসে জয় উপহার দিল নারী ক্রিকেটাররাও
বিজয়ের দিনে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়
পয়েন্ট হারিয়েও শীর্ষে লিভারপুল
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য
আয়োজক না হয়েও কেন বিশ্বকাপের ম্যাচ হবে আর্জেন্টিনায়
মাঠে ফিরেই রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিলেন ভিনিসিয়ুস
শেষ বলের নাটকীয়তায় সিলেটকে হারাল ঢাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ