নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয়: সালাহউদ্দিন আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয়: সালাহউদ্দিন আহমেদ
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয়: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আর সেজন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে দেখেছি, এসব সংস্কারে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধনকালে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

গণতান্ত্রিক যাত্রাপথে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো কৌশল প্রয়োগ না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের জন্য সবাই অপেক্ষা করছে। তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।

বিএনপির সিনিয়র নেতা আরো বলেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসর পালিয়ে গেছে। পলাতক স্বৈরাচারের দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি ফিরে আসায় মানুষের ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা পূরণ হয়েছে। এটি ভবিষ্যতে দেশ ও জাতির গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য ইতিবাচক।’

বাংলাদেশ সময়: ২১:০০:৪০   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দর না.গঞ্জ গড়ে তুলতে আমরা মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছি: সাখাওয়াত
আলেম-ওলামারা স্বৈরশাসকের হাতে অনেক নির্যাতিত হয়েছে: গিয়াসউদ্দিন
ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী: অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত
গৃহকর্মীদের প্রতি অবহেলা ও নিষ্ঠুর আচরণের সংস্কৃতি দূর করতে হবে: শারমীন এস মুরশিদ
খাগড়াছড়িতে সেলাই মেশিন, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
রংপুরে ‘চির উন্নত মম শীর’ স্বাধীনতা স্কয়ার উদ্বোধন
কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করা হবে: বিশেষ সহকারী
কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার মন্ত্রী
যশোরের সীমান্তে ছয় ঘণ্টার ব্যবধানে ৩ বাংলাদেশির লাশ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ