যশোরের সীমান্তে ছয় ঘণ্টার ব্যবধানে ৩ বাংলাদেশির লাশ উদ্ধার

প্রথম পাতা » খুলনা » যশোরের সীমান্তে ছয় ঘণ্টার ব্যবধানে ৩ বাংলাদেশির লাশ উদ্ধার
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



যশোরের সীমান্তে ছয় ঘণ্টার ব্যবধানে ৩ বাংলাদেশির লাশ উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটি হলো বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের জামিলুর ঢালীর ছেলে সাকিবুর ঢালীর (২২)উ

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্তের ইছামতী নদীর কাছ থেকে বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

এ নিয়ে আজ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বাকি দুইজনের মরদেহ হলো- বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় তালসারি এলাকার আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন ও একই থানার কাগজপুকুর গ্রামের মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেনের।

পুলিশ জানায়, সন্ধ্যায় অগ্রভুলাট বিওপি দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড় থেকে তৃতীয় মরদেহটি বাংলাদেশের সীমান্তে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে শার্শা থানা পুলিশ বিজিবির উপস্থিতিতে মরদেহটি নদীর তীর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কীভাবে তাদের মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর কারণ জানাতে পারব।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এদের পরিচয়ও পাওয়া গেছে।
তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৭:০৮   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল
সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে, কারণ জানতে তদন্ত কমিটি গঠন
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় মোমবাতি প্রজ্বলন
মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা, ৫ জলদস্যু আটক
চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে ভয়াবহ আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি
খুলনায় আগুনে পুড়ল ৪৪ অস্থায়ী দোকান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ