ইএসডিও’র তিনযুগ পূর্তিতে ম্যুরাল উন্মোচন করলেন মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইএসডিও’র তিনযুগ পূর্তিতে ম্যুরাল উন্মোচন করলেন মির্জা ফখরুল
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



ইএসডিও’র তিনযুগ পূর্তিতে ম্যুরাল উন্মোচন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি আজ শুক্রবার থেকে শুরু হয়েছে।

‘তৃণমূল মানুষের সাথে:তৃণমূল মানুষের পাশে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইএসডিও’র তিনযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রথম দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনযুগের ম্যুরাল উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব ও ‘ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনর সাবেক চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে সংস্থার প্রধান কার্যালয়ে জাতীয় ও ইএসডিও’র নিজস্ব পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।

এরপর সংস্থার কর্মীসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।

ওই কর্মী সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি’র বক্তব্য দেন, সংস্থার সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরাসরি উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করে বলেন, ‘ইএসডিও’র তিন যুগ পূর্তি উৎসবে দেশের আলোকিত মানুষদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশের সাথে আমি পূর্ণ-একাত্মতা প্রকাশ করছি।

তিনি বলেন, ‘ড. শহীদ উজ জামান আমার সরাসরি ছাত্র এবং এক সময়ে যখন তিনি (মির্জা ফখরুল) ইএসডি প্রতিষ্ঠা করেন তখন শহীদ উজ জামানই আবার হন আমার সহকর্মী।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ইএসডিও’র নির্বাহী পরিচালকসহ সকল উন্নয়ন কর্মীদের শুভেচ্ছা জানান ।
উল্লেখ্য, বিএনপি মহাসচিবের হয়ে ম্যুরালের পর্দা উন্মোচন করেন জেলার বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা ফয়সাল আমীন।

এরপর ‘অনুভবে ঠাকুরগাঁও’ শীর্ষক তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনী ও প্রান্তিক জনগোষ্ঠীকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

সন্ধ্যায় ইএসডিও’র তিন যুগ পূর্তিতে ‘ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিএআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ, সরকারের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো: ইউনুছ আলীসহ দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা-রাতে রংপুরের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় ‘ঐতিহ্যবাহী ভাওয়াইয়া উৎসব’র মধ্যদিয়ে শেষ হবে প্রথম দিনের অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২১:০৬:১১   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল
ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির
ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ