জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে : ডা. সায়েদুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে : ডা. সায়েদুর রহমান
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে : ডা. সায়েদুর রহমান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে। এ তালিকা সর্বশেষ তালিকা নয়, এখনো তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পরবর্তীতে আরো শহিদদের তথ্য পাওয়া গেলে সেটাও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও শহিদ পরিবারের পুনর্বাসন বিষয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৮৫৯ জন শহিদের ভেরিফাইড তথ্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এটা যদিও চূড়ান্ত নয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান বলেন, হাসপাতালে আহত রোগীদের খাবারের মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, সকল হাসপাতালে পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই যেন আহত রোগীদের নিজের টাকা খরচ করে চিকিৎসার জন্য কিছু কিনতে না হয়। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, এ পর্যন্ত ৫২৫ শহিদ পরিবার এবং ১ হাজার ৪১০ জন আহতকে ফাউন্ডেশনের থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা, শহিদ ও আহতদের তালিকা চূড়ান্তকরণ, শহিদ পরিবার ও আহত রোগীদের পুর্নবাসন ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে দায়িত্ব বন্টন এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা: মো: সারোয়ার বারী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন।

বাংলাদেশ সময়: ২১:০৯:০৪   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল
ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির
ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ