আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক: জামায়াতের আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক: জামায়াতের আমির
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব।’

তিনি আরও বলেন, এখানে ধর্ম লিঙ্গ বিবেচনায় কাজ করবে না। নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতায় কাজ করবে।’

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে পারিনি। আমি নিজে দুঃখিত, কিন্তু আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সন্তানরা তাদের বীরত্বের জন্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীর পক্ষ থেকে তাদের সেলুট জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা অসাধ্য কাজকে সাধ্য করেছে। এ রকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের হাতেই তুলে দেব।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাবার আগে ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান লুটেপুটে খেয়ে বিদেশে অর্থ পাচার করেছে। দেশ ছেড়ে পালায় কারা, যারা সন্ত্রাসী ও অপরাধী। যে দেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না।’

তিনি বলেন, ‘যে পালিয়েছে তিনি সেই দিন বলেছিলেন, আমি ওমুকের মেয়ে আমি পালাই না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মৌলভীবাজার একটি প্রবাসী এলাকা। প্রবাসীদের কাছে আমরা কৃতজ্ঞ।’

তিনি দুঃখের সঙ্গে বলেন, ‘এ জেলায় সরকারিভাবে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা হয়নি। এ জেলায় নেই কোনো বিশ্ববিদ্যালয়, নেই কোনো মেডিকেল কলেজ, নেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়।’

তিনি প্রশ্ন করে বলেন, ‘মৌলভীবাজার কি অপরাধ করেছে? এ দেশে মৌলভীবাজারের কি কোনো উন্নয়নমূলক অবদান নাই?

ডা. শফিকুর রহমান বলেন, ‘চা সমৃদ্ধ এ জেলা সরকারি নজরদারির অভাবে এই শিল্প ধ্বংস হওয়ার পথে। এক সময় দেশের চা দ্বিতীয় রফতানিকারক শিল্প ছিলো।’

জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বয়াক ফয়জুল করিম ময়ূন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২১:১৮   ১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে
জলবায়ু পরিবর্তনে বাস্তুহারাদের মানবপাচারের কবলে পড়া ঠেকাতে সচেতনতার আহ্বান
টেলিটকের দু’টি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন উপদেষ্টা নাহিদের
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনস্কেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে - ধর্ম উপদেষ্টা
জামালপুরে অপহৃত ইউপি সদস্য উদ্ধার
জামালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
সুশাসন প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর ও সাবেক সেনা সদস্যসহ আটক ৪
কনসার্টে শব্দ দূষণের দায়ে দিলজিৎকে মোটা অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ