আগামীর করণীয় ঠিক করতে শরিকদের সঙ্গে বৈঠক শুরু বিএনপি’র

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীর করণীয় ঠিক করতে শরিকদের সঙ্গে বৈঠক শুরু বিএনপি’র
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



আগামীর করণীয় ঠিক করতে শরিকদের সঙ্গে বৈঠক শুরু বিএনপি’র

আগামীর করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি।

এরই অংশ হিসেবে প্রথম দিন আজ শনিবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে দলটি।

সফল গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হটানোর পর রাষ্ট্র সংস্কার ও আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে আলোচনার মধ্যেই বিএনপি শরিকদের নিয়ে এই বৈঠকের আয়োজন করলো।

বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে ‘পরবর্তী করণীয় ঠিক করতে’ ধারাবাহিকভাবে শরিকদের সঙ্গে বৈঠক করবে দলটি। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

বিকেল ৪ টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা জোট নেতাদের সাথে মতবিনিময় করেছি। এসব জোট ও দলকে নিয়ে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করেছে। সেটার প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি। ফ্যাসিবাদী আন্দোলনে থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকে কোনো সিদ্ধান্ত হলে পরে তা গণমাধ্যমকে জানানো হবে ।’

শনিবার বৈঠকে উপস্থিত থাকা ১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী দিনে আমাদের কর্মসূচি কি হওয়া উচিত তা নিয়ে নিজেদের মধ্যে কথা-বার্তা বলেছি। কিন্তু কেনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পর জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে আলাদা বৈঠক করে বিএনপি। সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ। লেবার পার্টির নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।

বাংলাদেশ সময়: ২২:১৮:২৫   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সাকিব-তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে : ফারুক
খানপুরে ফার্মেসীতে অগ্নিকাণ্ড, পুড়লো পাশের শরবতের দোকান
মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার
আগামীর করণীয় ঠিক করতে শরিকদের সঙ্গে বৈঠক শুরু বিএনপি’র
শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
মোদি বাংলাদেশের হিন্দুদের নয়, শেখ হাসিনাকে ভালোবাসে : দুলু
জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে আছে : ডা. জাহিদ হোসেন
সবাইকে কথা বলার সুযোগ দেয়াই সরকারের প্রধান লক্ষ্য : সুপ্রদীপ চাকমা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ