সাকিব-তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে : ফারুক

প্রথম পাতা » খেলাধুলা » সাকিব-তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে : ফারুক
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



সাকিব-তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে : ফারুক

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

গত আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফিরে আসা জটিল হয়ে পড়েছে।

এছাড়া সম্প্রতি বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় বোলিংয়েও নিষিদ্ধ হয়েছেন সাকিব। তবে ব্যাটিং চালিয়ে যাবে তিনি।

এদিকে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন তৎকালীন বিসিবি ম্যানেজমেন্টের সাথে বিরোধ থাকায় গত বছর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না ওপেনার তামিম ইকবাল।

ফারুক জানান, যেহেতু দুই সিনিয়র ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়নি। তাই নির্বাচকরা যদি মনে করেন দলে তাদের প্রয়োজন রয়েছে, তাহলে দুই সিনিয়রকে নির্বাচনে কোন বাঁধা নেই।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের বৈঠক শেষে ফারুক বলেন, ‘এ বিষয়ে এখনও কোন পলিসি নেই। যদি কোন ক্রিকেটার অবসর না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দলে দরকার, তাহলে তাদের সাথে আলাপ করতে পারে নির্বাচকরা।’

চলতি এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের পর তামিমকে দলে পাবার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তারপরও বল ঠেলে দিয়েছিলেন বিসিবির কোর্টে।

আশরাফ বলেছিলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার কথা। আমার বিশ্বাস খুব দ্রুত আমরা জানতে পারবো যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে পাওয়া যাবে কি-না। যদি সে থাকে তাহলে তো দারুণ হবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের মতো সাকিবকে পাবার কথা থাকলেও তার ব্যাপারে নতুন কোন তথ্য দিতে পারেননি বিসিবি সভাপতি।

ফারুক বলেন, ‘সাকিবের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা নতুন কিছু নয়। সর্বশেষ যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছিলাম সে তখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থায় ছিল না। তাই তাকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘এখন শুধু সাকিবই বলতে পারবে সে বিপিএল খেলবে কি না। তার অবস্থা সম্পর্কে আমি বলতে পারব না। আমার কাছে তার কোন আপডেট নেই।’

বর্তমানে এনসিএলে টি-টোয়েন্টিতে খেলছেন তামিম। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিবেন তিনি। সাকিব দেশে আসতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন।

১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার কথা রয়েছে। হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি হবে। এখনও টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪০   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ
চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ
আলমাদা ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ