জামালপুর প্রতিনিধি : বাবা- মা জানতো ছেলে ইউনুসের দুটি চোখই ভালো এবং সে স্বাভাবিকভাবেই দেখতে পায়। কিন্তু এই ভালো থাকার অন্তরালে ইউনুসের বাম চোখ যে অন্ধ হয়ে আছে। এটা কখনোই বুঝতে পারেনি তার পরিবার।
বর্তমানে ইউনুসের বয়স ৫ বছর। সে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে চানাচুর বিক্রেতা নুরুজ্জামান এর ছেলে। ইউনুস চার বোনের একভাই। তাই ইউনুসের এমন অসুস্থতায় ভেঙে পড়েছে পুরো পরিবার।
ইউনুসের অসুস্থতার বিষয়ে নুরুজ্জামান বলেন, গত ১৪ দিন আগে ছেলে ইউনুস হঠাৎ করে বলে তার বাম চোখসহ মাথাব্যথা করছে এবং তাকাতে পারছে না। পরে তাকে স্থানীয় আলেয়া চক্ষু হাসপাতালে নিয়ে যাই। পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানায় তাকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে। পরে ছেলেকে ঢাকায় নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বর্হিবিভাগে টিকেট কেটে একজন চিকিৎসককে দেখালে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেন।
পরীক্ষা-নিরীক্ষার পর অসহায় বাবা নুরুজ্জামান জানতে পারেন, তার ছেলের বাম চোখের ভিতরে টিউমার হয়েছে এবং টিউমারে অবস্থা ভালো নয়। চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করতে পারলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ইউনুসের চোখ। নইলে ক্যান্সারের রূপ নিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নুরুজ্জামান আরও বলেন, ছেলের এমন অসুস্থতায় পুরো পরিবার আজ দিশেহারা। যেখানে সংসার চালাতে পারি না, সেখানে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন।আমি কি করে ছেলের চোখের আলো ফেরাবো জানিনা। আমার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের হৃদয়বান মানুষদের কাছে ছেলের চোখের আলো ফেরাতে সাহায্য সহযোগিতা কামনা করেন।
ইউনুসের মা রেনু বেগম ও বোন সোহাগী আক্তার অশ্রুসিক্ত নয়নে বলেন, দয়া করে আপনারা যারা সমাজে হৃদয়বান, বিত্তবান ও দানশীল ব্যক্তি রয়েছেন তারা ইউনুসের জন্য একটু এগিয়ে আসুন, সাহায্য করুন।
যোগাযোগের ঠিকানা : মোঃ নুরুজ্জামান, মোবাইল নাম্বার- ০১৯৭৪৭১০৫১৫। এছাড়াও সাহায্য পাঠানো যাবে ০১৭২৩ ৮৮ ৬০০২ (বিকাশ ও নগদ) মুঠোফোন নম্বরে। বিজ্ঞপ্তি।
বাংলাদেশ সময়: ২৩:০০:৪৯ ৫২ বার পঠিত