একে তো লা লিগার শীর্ষস্থান হাতছাড়া হয়েছে, তার ওপর লামিনে ইয়ামালের মতো বড় তারকার ইনজুরি। সবমিলিয়ে বেশ বাজে সময় পার করছে বার্সেলোনা। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই হ্যান্সি ফ্লিকের দল নতুন দুঃসংবাদ পেয়েছে। মাংসপেশীর চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তরুণ স্ট্রাইকার ফেররান তোরেস।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। নিজেদের সবশেষ ম্যাচে বার্সা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিল। সেই ম্যাচ শেষে তোরেস মাংসপেশীতে অস্বস্তিবোধ করছিলেন। যদিও ওই সময় চোট গুরুতর কিছু মনে হয়নি তার। পরে গতকাল (মঙ্গলবার) সকালে ডক্টর প্রুনার তত্ত্বাবধানে আরেক দফা পরীক্ষা করার ২৪ বছর বয়সী তোরেসের চোট নিশ্চিত হওয়া গেছে।
অ্যাতলেটিকো ম্যাচে কেবল ৩৫ মিনিট খেলেছেন তোরেস, তাতেই বার্সা শিবির বড় ধাক্কা খেয়েছে। যদিও মৌসুমে কেবল একটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন আক্রমণভাগের এই স্প্যানিশ ফুটবলার। ৫ ম্যাচে এখন তার গোল ৪টি। আগে থেকেই চোটগ্রস্ত ছিল বার্সেলোনা, সেই তালিকায় নতুন নামটি তোরেসের। আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন ক্লাবটির প্রধান গোলরক্ষক টের স্টেগান, বার্নাল ও ক্রিস্টেনসেন।
বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘প্রথম দলের খেলোয়াড় ফেররান তোরেস গত শনিবারের ম্যাচটি পেশীতে অস্বস্তি নিয়ে শেষ করেছিলেন। এই অস্বস্তি পরেও অনুভূত হওয়ায় তার একটি এমআরআই করা হয়। ডান পায়ের সোলেস পেশীতে একটি ছোট আঘাত পেয়েছেন তিনি। আঘাত কাটিয়ে ওঠার ভিত্তিতে তাকে পাওয়ার বিষয়টি নির্ধারিত হবে।’
এদিকে, ১৫ ডিসেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কলে চোট পেয়েছেন লামিনে ইয়ামাল। তবে অল্প সময়ের ব্যবধানে একই অ্যাঙ্কলে চোট পেয়ে দ্বিতীয়বারের মতো মাঠের বাইরে ছিটকে গেছেন ২০২৪–এর স্প্যানিশ গোল্ডেন বয় পুরস্কারজয়ী ফরোয়ার্ড। লেগানেসের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে শক্ত ট্যাকলের শিকার হন তিনি। অ্যাঙ্কেলে চোট পাওয়ার পরও খেলা চালিয়ে গেছেন। পরে ম্যাচের ৭৬ মিনিটে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। সবমিলিয়ে দাঁড়াচ্ছে যে– আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে মাঠে ফেরা হচ্ছে না ইয়ামালের।
নতুন করে চোটে পড়া তোরেসকে বারবাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রে–র ম্যাচে পাওয়া যাবে না। এমনকি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। লা লিগার টেবিলে বর্তমানে তিনে অবস্থান ৩৮ পয়েন্ট পাওয়া বার্সার। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪১ ও ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদের।
বাংলাদেশ সময়: ১৭:১৩:৪০ ১৫ বার পঠিত