সচিবালয়ের বাইরে হাজারও কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিবালয়ের বাইরে হাজারও কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



সচিবালয়ের বাইরে হাজারও কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ

আগুন নিয়ন্ত্রণের পর কাজে যোগ দিতে সকাল থেকে সরকারের প্রশাসনিক সদর দফতর সচিবালয়ের বাইরে ভিড় করছেন হাজারও কর্মকর্তা-কর্মচারী। একটি মাত্র গেট দিয়ে ভেতরে ঢোকার কিছু কর্মকর্তা অনুমতি পেলেও বেগ পেতে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সসকাল পৌনে ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেটে এমনটা দেখা গেছে।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, স্বাভাবিক সময়ে ১, ২, ৩ ও ৫ নম্বর গেট খোলা থাকলেও এখন কেবল ৫ নম্বর গেট খোলা রয়েছে। ফলে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করা গেলেও ভিড়ের কারণে বেগ পেতে হচ্ছে। প্রচণ্ড ভিড় ডিঙানো কঠিন ঠেকছে অনেকের কাছে।

এদিকে, সচিবালয় এলাকায় উৎসুক জনতার ভিড় বেড়েছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন।

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৬টি মন্ত্রণালয় ও একাধিক বিভাগের অফিস রয়েছে। সেগুলো হলো: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে আরও এক কর্মী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:২৭:১০   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৫ আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে: ফয়জুল করীম
সচিবালয়ের অগ্নিকাণ্ড একটি ষড়যন্ত্র: সারজিস আলম
সিলেটে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা ও র‌্যালি অনুষ্ঠিত
এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির
নির্বাচনকে কেন্দ্র করে দলাদলি সৃষ্টি-শক্তি প্রদর্শন করা অন্যায়: গিয়াসউদ্দিন
এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন
জামালপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু
জামালপুরে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
সচিবালয়ে অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক রিপোর্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ