ভারত দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে: আলতাফ চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে: আলতাফ চৌধুরী
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



ভারত দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে: আলতাফ চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করে ভারত তাদের দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে। গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ তারই ইঙ্গিত বহন করে। ইতোমধ্যে চট্টগ্রামের নতুন নাম দেয়াসহ নতুন পতাকা ও সরকারের রূপরেখাও দিয়েছে তারা। আমাদের মধ্যে থেকে কতিপয় র-এর এজেন্ট তাদের এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন চাই। তার আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট দফতরগুলো ঢেলে সাজাতে হবে। তবে এরজন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবে না।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য, মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মো. রেজাউল করিম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

তুরস্কের একটি এনজিওর অর্থায়নে স্থানীয় নেতারা এসব উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। জেলার ৫০০ ইমাম এবং গত ১৫ বছরে বিভিন্ন হামলা মামলার শিকার ৫০০ বিএনপি নেতাকর্মী এবং জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২২:১২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
৫ আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে: ফয়জুল করীম
সচিবালয়ের অগ্নিকাণ্ড একটি ষড়যন্ত্র: সারজিস আলম
সিলেটে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা ও র‌্যালি অনুষ্ঠিত
এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির
নির্বাচনকে কেন্দ্র করে দলাদলি সৃষ্টি-শক্তি প্রদর্শন করা অন্যায়: গিয়াসউদ্দিন
এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন
জামালপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ