এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিক এসএম আকরামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় এসএম আকরামের কর্মময় জীবন ও অবদান স্মরণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়।

শোকসভায় অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এসএম আকরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো।

শোকসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা এসএম আকরামের কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান এবং তার আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, এসএম আকরাম একসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:১৩   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ