এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিক এসএম আকরামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় এসএম আকরামের কর্মময় জীবন ও অবদান স্মরণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়।

শোকসভায় অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এসএম আকরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো।

শোকসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা এসএম আকরামের কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান এবং তার আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, এসএম আকরাম একসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:১৩   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
৫ আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে: ফয়জুল করীম
সচিবালয়ের অগ্নিকাণ্ড একটি ষড়যন্ত্র: সারজিস আলম
সিলেটে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা ও র‌্যালি অনুষ্ঠিত
এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির
নির্বাচনকে কেন্দ্র করে দলাদলি সৃষ্টি-শক্তি প্রদর্শন করা অন্যায়: গিয়াসউদ্দিন
এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন
জামালপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ