৫ আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে: ফয়জুল করীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে: ফয়জুল করীম
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



৫ আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে: ফয়জুল করীম

“দেশের প্রকৃত উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি অত্যন্ত জরুরি। এটি বৈষম্য দূর করে একটি শক্তিশালী নেতৃত্ব গঠনের ভিত্তি তৈরি করবে,” মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফতুল্লার ভূঁইগড়ে স্থানীয় একটি মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত “জেলা সম্মেলন ২০২৫”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আশরাফ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ হোসাইন।

প্রধান অতিথি মুফতি ফয়জুল করীম বলেন, “গত ৫ই আগস্টের ছাত্র-জনতার আন্দোলন আমাদের নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু তা এখনো মানুষের মনের মতো হয়ে ওঠেনি। দেশের তৃণমূল পর্যায়ে ন্যায়ের ভিত্তি প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে নির্বাচনে সমতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা যদি ন্যায়ের ভিত্তিতে একটি শক্তিশালী সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইসলামি চেতনা ও ঐক্যের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক দেশ গড়া সম্ভব।”

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, “জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলন সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আমাদের আন্দোলনে অনেক সদস্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। এই ত্যাগ আমাদের আন্দোলনকে আরো শক্তিশালী করেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রতিটি কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, “আমরা চাই আগামী নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হোক। সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা সভাপতি আশরাফ আলী বলেন, “জুলাই বিপ্লব নারায়ণগঞ্জ জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা আহত কর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের সহায়তা করেছি। আমাদের লক্ষ্য, আগামীতে সংগঠনকে আরও শক্তিশালী করা।”

সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

নবগঠিত কমিটিতে রয়েছেন: সভাপতি মুহাম্মাদ আলী, সহ-সভাপতি আবু সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান দায়িত্বশীলরা।

বাংলাদেশ সময়: ২২:০৫:৩৬   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কুমিল্লায় ৩ বাসযাত্রী নিহত
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল
মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ