কনসার্টে শব্দ দূষণের দায়ে দিলজিৎকে মোটা অঙ্কের জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কনসার্টে শব্দ দূষণের দায়ে দিলজিৎকে মোটা অঙ্কের জরিমানা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



কনসার্টে শব্দ দূষণের দায়ে দিলজিৎকে মোটা অঙ্কের জরিমানা

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের। যেখানেই শো করতে যাচ্ছেন এই পাঞ্জাবি পপস্টার, সেখানেই বিতর্কের মুখে পড়ছেন তিনি। এর আগে এক কনসার্টে মাদক নিয়ে কথা তোলার জন্য বেশ সমালোচিত হন এই গায়ক।

এবার অতিরিক্ত শব্দদূষণ নিয়ে বিপাকে পড়লেন দিলজিৎ! নতুন অভিযোগ, চণ্ডীগড়ে কনসার্ট করতে গিয়ে মাত্রাতিরিক্ত শব্দদূষণ করেছেন তিনি। এর ফলে গায়ককে জরিমা্না গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।

বলিউড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দিলজিতের কনসার্ট হওয়ার সময় শব্দদূষণের মাত্রা ছাড়িয়েছে ৭৫ ডেসিবলের বেশি। পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭৬.১ থেকে ৯৩.১ ডেসিবল পর্যন্ত শব্দদূষণ ঘটানো আইনত অপরাধ। আর সে অপরাধে দিলজিতের কনসার্টের আয়োজকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, সেই আইন লঙ্ঘনের অভিযোগেই ১৫ লক্ষ রুপি জরিমানা গুনতে হবে দিলজিৎ দোসাঞ্জকে।

এর আগে দিল্লিতে ‘দিল-লুমিনাটি’র প্রথম শো থেকেই বিতর্ক সঙ্গী হয়েছে দিলজিতের। যার জেরে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশও পেয়েছিলেন গায়ক। তবে দমে যাননি তিনি। তারপর লাখনোও, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় মাতিয়েছেন সুরেলা কণ্ঠে।

দিলজিতের ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা ছিল, ততটাই বিতর্কের শিরোনামে থেকেছে। ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন গায়ক। আবার মঞ্চে দাঁড়িয়েও প্রশাসনের চোখ রাঙানির বিরুদ্ধে জোর গলায় বলেছেন, ‘আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্জ জীবনে কোনোদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না।’

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫১   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল
ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির
ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ