কনসার্টে শব্দ দূষণের দায়ে দিলজিৎকে মোটা অঙ্কের জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কনসার্টে শব্দ দূষণের দায়ে দিলজিৎকে মোটা অঙ্কের জরিমানা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



কনসার্টে শব্দ দূষণের দায়ে দিলজিৎকে মোটা অঙ্কের জরিমানা

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের। যেখানেই শো করতে যাচ্ছেন এই পাঞ্জাবি পপস্টার, সেখানেই বিতর্কের মুখে পড়ছেন তিনি। এর আগে এক কনসার্টে মাদক নিয়ে কথা তোলার জন্য বেশ সমালোচিত হন এই গায়ক।

এবার অতিরিক্ত শব্দদূষণ নিয়ে বিপাকে পড়লেন দিলজিৎ! নতুন অভিযোগ, চণ্ডীগড়ে কনসার্ট করতে গিয়ে মাত্রাতিরিক্ত শব্দদূষণ করেছেন তিনি। এর ফলে গায়ককে জরিমা্না গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।

বলিউড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দিলজিতের কনসার্ট হওয়ার সময় শব্দদূষণের মাত্রা ছাড়িয়েছে ৭৫ ডেসিবলের বেশি। পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭৬.১ থেকে ৯৩.১ ডেসিবল পর্যন্ত শব্দদূষণ ঘটানো আইনত অপরাধ। আর সে অপরাধে দিলজিতের কনসার্টের আয়োজকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, সেই আইন লঙ্ঘনের অভিযোগেই ১৫ লক্ষ রুপি জরিমানা গুনতে হবে দিলজিৎ দোসাঞ্জকে।

এর আগে দিল্লিতে ‘দিল-লুমিনাটি’র প্রথম শো থেকেই বিতর্ক সঙ্গী হয়েছে দিলজিতের। যার জেরে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশও পেয়েছিলেন গায়ক। তবে দমে যাননি তিনি। তারপর লাখনোও, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় মাতিয়েছেন সুরেলা কণ্ঠে।

দিলজিতের ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা ছিল, ততটাই বিতর্কের শিরোনামে থেকেছে। ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন গায়ক। আবার মঞ্চে দাঁড়িয়েও প্রশাসনের চোখ রাঙানির বিরুদ্ধে জোর গলায় বলেছেন, ‘আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্জ জীবনে কোনোদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না।’

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫১   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত
তাসকিনের ৭ উইকেট, চ্যালেঞ্জিং লক্ষ্য রাজশাহীর
কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত: স্থানীয় সূত্র
গাজায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত: উদ্ধারকারী
একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল, জামায়াতকে রিজভী
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুই দিন, পড়ছে ঘন কুয়াশা
‘রাজনৈতিক তর্কে আ. লীগের লুটপাটগুলো নিচে পড়ে যাচ্ছে’
বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু
খসড়া ভোটার তালিকায় যুক্ত হলো ১৮ লাখ ৩৩ হাজার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ