ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :
১৬০০ - ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।

১৮০২ - পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।

১৮২৭ - ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।

১৮৩১ - কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।

১৯০৬ - চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।

১৯১৬ - রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।

১৯২৫ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের সপক্ষে সিংহাসন ত্যাগ করেন।

১৯২৯ - জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।

১৯৪২ - স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।

১৯৪৮ - কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ
প্রদান করেন।

১৯৮৩ – ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।

১৯৮৭ - চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবুজাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয় ।

১৯৮৮ - পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।

১৯৮৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আজারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সঙ্গে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।

১৯৯৩ - হাংচৌ শহরে চীনের প্রথম ইলেকট্রনিক সংবাদপত্রের জন্ম হয় ।

১৯৯৬ - ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৯ - আমেরিকা পানামা খাল পানামার কাছে হস্তান্তর করে।

১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।

২০০২ - জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেনের (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু।

২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।

২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।

আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৪৯১ - ফরাসি অভিযাত্রিক, কানাডার অন্যতম আবিষ্কারক জাক কার্তিয়ে।

১৭৩৮ - ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ।

১৮৮০ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল।

১৮৮৮ - বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া।

১৯১১ - চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ড. মোহম্মদ ইব্রাহিম।

১৯১৮ - শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক।

১৯৩৭ - নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইসরায়েলি প্রাণ রসায়ন বিজ্ঞানী আব্রাহাম হেরশক।

১৯৪৫ - তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী লেনার্ড এডলম্যান।

১৯৪৮ - কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী।

১৯৫২ - কবি ত্রিদিব দস্তিদার।

১৯৮৬ - বাংলাদেশি ক্রিকেটার নাঈম ইসলাম।

আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৬৯১ - আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা রবার্ট বয়েল।

১৯১৬ - রুশ যাজক রাসপুটিন।

১৯২১ - ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব মীর্জা কুচাক খান জাঙ্গালী।

১৯৪০ - চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই।

১৯৫২ - স্বাধীনতা সংগ্রামী ও তাবলিগ নেতা কিফায়েতুল্লাহ এর মুফতি।

১৯৭৪ - বাংলা রঙ্গমঞ্চের খাতনাম্নী অভিনেত্রী নীরদাসুন্দরী।

১৯৮৩ - বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান।

১৯৯০ - বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মণি সিংহ।

২০০৬ - বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী শেফালী ঘোষ।

২০২২ - ভ্যাটিকানের ক্যাথলিকদের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ বেনেডিক্ট।

২০২২ - বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৩৯   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গাজায় ইসরায়েলের বর্বরতা, ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি
অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে অভিযান, দক্ষিণ কোরিয়ায় তোলপাড়
৮ ডিগ্রির ঘরে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি
জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
জামালপুরে তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি
প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ