কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন ট্রাম্প
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন ট্রাম্প

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন। গত রোববার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োবৃদ্ধ সাবেক প্রেসিডেন্ট কার্টার মারা গেছেন।

ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সুতরাং আমি সেখানে যাবো।’

কার্টারের পরিবারের কারো সাথে তার কথাবার্তা হয়েছে কি-না সাংবাদিকদের এমন এক ফলো আপ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।’

জিমি কার্টার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনেও ডাকযোগে ভোট দিয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি রিপাবলিকান ট্রাম্পের প্রতিপক্ষ, তাই ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে ভোট দিয়েছেন।

কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শনিবার তার নিজ রাজ্য জর্জিয়া থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি ওয়াশিংটন ক্যাথেড্রালে শেষ হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শেষ সপ্তাহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করবেন। আশা করা হচ্ছে তিনি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের জীবন ও কর্মের ওপর শুভেচ্ছা বক্তব্য রাখবেন।

ওয়াশিংটনে ধর্মীয় অনুষ্ঠান শেষে কার্টারের দেহাবশেষ ব্যক্তিগত উদ্যোগে জর্জিয়ায় সমাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৬   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আগের মতোই নিরুত্তর ভারত
বন্ধুকে ছাড়াতে পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টা, রিমান্ডে বাংলাদেশি
এক যুগ পর বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
গাজায় ইসরায়েলের বর্বরতা, ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি
অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে অভিযান, দক্ষিণ কোরিয়ায় তোলপাড়
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি
কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত: স্থানীয় সূত্র
গাজায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত: উদ্ধারকারী
নিউইয়র্কে ব্যাপক গোলাগুলি, আহত অন্তত ১০
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মাঝে গাড়িচাপা, নিহত ১০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ