জুলাই ঘোষণাপত্র: দেশব্যাপী জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই ঘোষণাপত্র: দেশব্যাপী জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



জুলাই ঘোষণাপত্র: দেশব্যাপী জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটি ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। অভ্যুত্থানে সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগির কাজ শুরু করবে। আমরা চাই, সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখ করে হাসনাত বলেন, ফ্যাসিবাদ সরকার সব মানুষের টুঁটি চেপে ধরেছিল। আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যেতে চাই।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ১৫ তারিখের মধ্যে প্রক্লেমেশন ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। সেখানে আমরা অনেক বিষয়ের দাবি জানিয়েছিলাম, সেগুলোর মধ্যে অন্যতম ছিল বিচার, সংস্কার ও গণপরিষদের নির্বাচন। ডেডলাইন দেওয়ার পরও সরকারকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে কিংবা দ্রুত সময়ের মধ্যে কার্যত একটা দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক। গণঅভ্যুত্থানের শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আহ্বান করুক।

তিনি আরও বলেন, আমরা প্রক্লেমেশনের একটা ড্রাফটিং তৈরি করেছি প্রত্যেক অংশীজনকে দেওয়ার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রতিটি পাড়া-মহল্লা, স্কুল-কলেজ, কলকারখানায়সহ সারাদেশে ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব।

‘এর মধ্যে দিয়ে জাতির সামনে আমরা নতুন পরিকল্পনা উপস্থাপন করব। জনগণের কাছে যাব, জনগণকে কানেক্ট করব। রাজনৈতিক দলগুলোকে ঐক্যের জায়গায় প্রক্লেমশনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সবার দায়িত্ব রয়েছে। সংকটকালীন মুহূর্তে সবাই তার দায়িত্ব পালন করবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছি। আলোচনা এখনও চলমান। আমাদের ড্রাফটিং সবার কাছে পাঠিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫৮   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমরা খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই, ওয়াং ইউবোকে প্রধান উপদেষ্টা
বোরো ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
সবার চিকিৎসার জন্য উন্মুক্ত হলো দেশের রেলওয়ে হাসপাতাল
ইতালিতে ‘বরবাদ’ দেখতে প্রবাসীদের ঢল
মানবসম্পদ উন্নয়নসহ উচ্চশিক্ষার ৬ খাতে সহযোগিতার আগ্রহ এএফডির
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলম
পোপ ফ্রান্সিস মারা গেছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ