মালয়েশিয়ার হাইকোর্টে গৃহবন্দিত্বের আবেদনের শুনানির আবেদনে জয়ী হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সোমবার (৬ জানুয়ারি) তিন সদস্যের বেঞ্চের একটি বিভক্ত রায়ে নাজিব রাজাকের গৃহবন্দি আপিলের শুনানি কুয়ালালামপুর হাইকোর্টে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
গত বছরের জুলাই মাসে গৃহবন্দী অবস্থায় থেকে কারাবাসের বাকি সাজা ভোগের জন্য দেশটির সাবেক বাদশাহ আল-সুলতান আবদুল্লাহর জারি করা একটি সংযোজন আদেশ উপস্থাপনের জন্য নাজিবের আইনি আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।
বিচারপতি আজহারি কামাল রামলি এবং বিচারপতি মোহাম্মদ ফিরোজ জাফরিল সংখ্যাগরিষ্ঠ রায়ের অংশ এবং প্রিজাইডিং বিচারক আজিজাহ নাওয়ায়ি আপিল মঞ্জুর না করার ভিন্নমত পোষণ করেন।
নাজিবের নিজের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) সমর্থকদের পাশাপাশি বিরোধী জোট পেরিকাতান ন্যাশনালের (পিএন) সমর্থকরাসহ শত শত লোক সাবেক প্রধানমন্ত্রীর সাথে সংহতি জানাতে আদালতের বাইরে জড়ো হওয়ার পরে এই সিদ্ধান্ত আসে।
তাদের মধ্যে ছিলেন পার্টি ইসলাম মালয়েশিয়ার (পিএএস) মহাসচিব তাকিউদ্দিন হাসান, বেরসাতুর ডেপুটি প্রেসিডেন্ট হামজাহ জয়নুদ্দিন এবং তেরেঙ্গানুর মুখ্যমন্ত্রী আহমাদ সামসুরি মোখতার।
গত মাসে নাজিবের আইনি দল গৃহবন্দি অবস্থায় তার সাজার বাকি সময়টুকু কাটানোর জন্য নতুন প্রমাণ উপস্থাপনের চেষ্টা করে। তার ছেলে নিজার নাজিব একটি হলফনামা দাখিল করেছিলেন যাতে বলা হয়েছিল যে পাহাং সুলতান-যিনি তৎকালীন রাজা ছিলেন তাকে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য একটি রাজকীয় সংযোজনের কথা জানিয়েছিলেন যাতে গৃহবন্দি অবস্থায় দুর্নীতির দায়ে তার ছয় বছরের কারাদণ্ডের বাকি সময়টি কাটাতে পারেন।
সোমবার সকালে নাজিবের আইনজীবী মুহাম্মদ শফি আবদুল্লাহ আদালতকে বলেন, গত বছরের জুলাইয়ে নাজিবের গৃহবন্দিত্বের বিচারিক পর্যালোচনা খারিজ করে দেয়ার পর সম্প্রতি এই সংযোজন সামনে এসেছে।
উল্লেখ্য, রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের একটি ইউনিট থেকে অবৈধভাবে আত্মসাতের জন্য ২০২০ সালে নাজিবকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ওয়ানএমডিবি সংশ্লিষ্ট আরও কয়েকটি মামলায় নাজিবের বিচার চলছে। তিনি বরাবরই অন্যায়ের কথা অস্বীকার করে আসছেন।
মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের হিসাব অনুযায়ী, ওয়ানএমডিবি থেকে ৪৫০ কোটি ডলার চুরি হয়েছে এবং নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ১০০ কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয়া হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে নাজিবের সাজার মেয়াদ অর্ধেক কমিয়ে ৬ বছর করা হয়। দেশটির শাস্তি মওকুফ বোর্ড (পারডনস বোর্ড) এমন সিদ্ধান্ত দেন। বোর্ডের এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বৈঠকে সভাপতিত্ব করেছিলেন দেশটির তৎকালীন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৯ ১১ বার পঠিত