জেলার সখিপুর উপজেলায় আজ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র হিসাবে দুই হাজার সাতশ’ কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সকালে জেলার সখিপুর পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।
সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী উপস্থিত থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ওয়াসিম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৫ ১৪ বার পঠিত