চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪’ এর অংশ হিসেবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার চট্টগ্রামে এরিয়া মাল্টিপারপাস হলে এবং খুলনায় নৌবাহিনী ঘাটি বানৌজা তিতুমীর এ ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সমুদ্র সম্পদ ব্যবহারকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত সেমিনার দুটিতে যথাক্রমে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এবং খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারে সমুদ্র পথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশের অভ্যন্তরীণ নৌপথ সমূহের নাব্যতা সংকট ও এ থেকে উত্তরণের উপায়, পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাসহ সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সেমিনারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্টগার্ড, বিএসএমআরএমইউ, বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিসারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম কাস্টম’স হাউজ, বিএনসিসি, বাংলাদেশ ওশেনোগ্রাফী রিসার্চ ইনস্টিটিউট(বিওআরআই), পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এবং অন্যান্য মেরিটাইম সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এদিকে খুলনায় অনুষ্ঠিত সেমিনারে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের সক্ষমতাবৃদ্ধি’, ‘অভ্যন্তরীণ নৌ পথসমূহের নাব্যতা সংকট ও এর থেকে উত্তরণের উপায়’, ‘টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া এবং পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন’, ‘সামুুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যন্তরীণ জলাশয়ে দূষণ প্রতিরোধ কৌশলসমূহ’, ‘মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের নিশ্চিত করা’ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা সুনীল অর্থনীতির উন্নয়নে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারে সেনা, নৌ ও বিমানবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন, খুলনা শিপইয়ার্ড লি:, যশোর বিমানবন্দর, বিআইডব্লিউটিএ, মৎস্য অধিদপ্তর, মোংলা কাস্টম’স হাউজ এর মনোনীত প্রতিনিধিগণ এবং খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১২:২৯   ২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ
দেশে গণতন্ত্র হত্যা চেষ্টা অশুভ শক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: আব্দুল্লাহ আল নোমান
চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
নতুন বাংলাদেশের কারিগর তরুণ সমাজ : যুব ও ক্রীড়া সচিব
দেশের কল্যাণে রাজনীতি করি, কারও সহযোগিতায় এমপি-মন্ত্রী হইনি: চরমোনাই পীর
স্বাধীনতার নামে মিডিয়ার স্বেচ্ছাচারিতা গ্রহণযোগ্য নয় : জাতীয় প্রেসক্লাব সভাপতি
দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা
সিলেট ও কুমিল্লায় ভূমিকম্প
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ