ফতুল্লায় এএসপি সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় এএসপি সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



ফতুল্লায় এএসপি সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

ফতুল্লায় পুলিশের এএসপি পরিচয়ে প্রতারণা করে পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম ফখরুল ইসলাম বিজয় (৩০) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বরাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানায়, গত ২৩ অক্টোবর দুপুরে জনৈক আল-আমিন ঢালীর ম্যাসেঞ্জারে একটি ফেইক ফেসবুক আইডি থেকে আপত্তিকর ছবি ও ভিডিও প্রেরণ করলে ওসে ডিএমপির গুলশান থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। পরবর্তীতে ২৪ অক্টোবর সন্ধ্যায় অবিযুক্ত যুবক ফখরুল আল-আমিনকে ফোন করে হোয়াটস অ্যাপে জিডির কপি পাঠিয়ে নিজেকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এএসপি পরিচয় দেয় এবং এটিইউর সাইবার ক্রাইম বিভাগে কাজ করে বলে জানায়। একই দিনের সন্ধ্যা সাড়ে ৬টায় ফখরুল ফোন করে জিডির সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে আল-আমিনের কাছে দাবী করে অর্থ।

আল-আমিন প্রথমে সরল বিশ্বাসে তাকে দুই হাজার ১৯০ টাকা দেয়। ফের ফখরুলের কথা মতো ২৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট পাঁচ লাখ ৮৫ হাজার টাকা দেয়। আবারো সেই জিডির সমস্যা সমাধান করতে ফখরুল আরো ১০ লাখ টাকা দাবি করলে আল-আমিন বুঝতে পারেন ফখরুল একজন প্রতারক। এমন ঘটনায় আল-আমিন টাকা দেওয়া বন্ধ করে দিলে প্রতারক ফখরুল তার ফেক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। ল-আমিনের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর গুলশান থানায় একটি প্রতারণার মামলা হয়। এরপর ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে ফখরুল ইসলাম বিজয়কে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৪   ১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
কৃষকের বীজ নিয়ে উল্টাপাল্টা করলে হাত-পা ঠিকমত থাকবেনা- শামীম
মোহামেডানকে ২ বছর পর হারাল আবাহনী
একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে: ড. আসিফ নজরুল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া
পলিথিন বিরোধী অভিযান আরো জোরদার করা হবে : নাসির-উদ-দৌলা
সেবা প্রদানে স্বতঃস্ফূর্ত নাহলে শাস্তি: সিনিয়র সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ