একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে: ড. আসিফ নজরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে: ড. আসিফ নজরুল
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে: ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই অভ্যুত্থানের শিল্পকর্ম নিয়ে ‘পোস্টারে জুলাই অভ্যুত্থান’ লাইভ ও এআর-ভি আর ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাইয়ের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে পোস্টার। বিভিন্ন বয়ান তৈরির কৌশল কত নোংরা হতে পারে তা আমরা গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের ক্ষেত্রে দেখেছি।

জুলাই আন্দোলনের আর্ট গ্রাফিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘গ্রাফিতি যে একটা শক্তিশালী মাধ্যম হতে পারে তা আমরা গত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি নাই। গ্রাফিতি হয়তো একটা সময় থাকবে না কিন্তু প্রকাশনা হলে সেটা থেকে যাবে। সেই জায়গা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগ ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, উন্নয়ন অগ্রগতি নিয়ে অনেক বয়ান তৈরি করা হয়েছে। একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। ওই সময়ের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে পোস্টার।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে এরকম নতুন নতুন কাজ হবে। এ ধরনের কাজ আরও বেশি এবং ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেবে শিল্পকলা একাডেমি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ ছাত্র-নেতৃত্বাধীন জুলাই বিপ্লবের সময় জনগণের কণ্ঠস্বর ও অনুভূতির প্রতিফলনকারী শিল্পকর্ম এবং গ্রাফিতিগুলো তুলে ধরার ও সংরক্ষণের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘বিপ্লবের সময় জনগণের কণ্ঠস্বরের প্রতিধ্বনি করেছিল এমন শিল্পী ও শিল্পকর্মগুলোকে আমাদের সংরক্ষণ ও মূল্যায়ন করা উচিত। কারণ বেশিরভাগ শিল্পী আন্দোলনের সময় স্বৈরশাসন এবং ফ্যাসিবাদের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নামেনি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রী, কিউরেটর ও এক্টিভিস্ট ড. শহিদুল আলম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান। আমস্টারডাম থেকে সরাসরি অনলাইনে যুক্ত হন লেখক ও গবেষক পারভেজ আলম এবং যুক্তরাষ্ট্র থেকে সরাসরি অনলাইনে যুক্ত হন শিল্পী দেবাশিস চক্রবর্তী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

উল্লেখ্য, বাংলাদেশের শিল্প ও গণঅভ্যুত্থানের গুরুত্ব বিবেচনায় শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই অভ্যুত্থানে করা শতাধিক পোস্টারের মধ্য থেকে বাছাইকৃত ২০টি পোস্টার নিয়ে লাইভ ও এআর-ভিআর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিআর গ্যালারীতে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে তেমনি বিভিন্ন জেলায় প্রযোজনা বিভাগের তত্ত্বাবধানে ভিআর প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। শিল্পীর পোস্টারের বিষয়ের নানা পরিপ্রেক্ষিত ও কন্টেক্সট এআর-ভিআর এর মাধ্যেমে উপস্থাপন করা হবে। যেখানে নির্দিষ্ট পোস্টারের কন্টেক্স ও পরিপ্রেক্ষিতের নানা ঘটনা, তথ্যচিত্র, অডিও, ভিডিও ভিআর কন্ট্রোলারের মাধ্যেমে দর্শক ইন্টারেক্টিভ পদ্ধতিতে দেখার প্রয়াস পাবে।

জাতীয় চিত্রশালা ভবনের ৫ নং গ্যালারিতে এ প্রদর্শনী চলবে ৭-১৯ জানুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৫০   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক
রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন
শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামালপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
তুরস্কের সহায়তা বাংলাদেশের উন্নয়নে গতি সঞ্চার করেছে
পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক : পরিবেশ উপদেষ্টা
মোশাররফ করিমের ‘অন্ধকারের গান’ মুক্তি পাচ্ছে আজ
কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না : ট্রুডো
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ