বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উৎসব পালনে রূপগঞ্জে ‘উন্মুক্ত আলোচনা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উৎসব পালনে রূপগঞ্জে ‘উন্মুক্ত আলোচনা’
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উৎসব পালনে রূপগঞ্জে ‘উন্মুক্ত আলোচনা’

রূপগঞ্জের কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উৎসব-২৫ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উন্মুক্ত আলোচনা সভায় প্রায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উন্মুক্ত আলোচনা সভায় ৯ম শ্রেণীর শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, বিগত সময়ের মত রাষ্ট্র পরিচালনায় লুটপাট, অর্থপাচার, কালোবাজারি, চাঁদাবাজি, জবরদখল, প্রতিহিংসামুলক রাজনীতির পরিবর্তে জবাবদিহিতামুলক সরকার প্রতিষ্ঠা করার দাবী জানাই। আগামীর বাংলাদেশে একটি প্রশ্ন দিবস চাই, যেখানে সারাদেশের মানুষ মন খুলে প্রশ্ন করতে পারবেন।

সভায় অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, আগামীর বাংলাদেশে এমন একজন শাসক চাই যার সকল কাজের প্রশংসার পাশাপাশি আলোচনা-সমালোচনা করা যাবে। আগামীর বাংলাদেশে ঘুষ বানিজ্য, মাদক, দূর্নীতি, অন্যায়-অনিয়ম ও কোন প্রকার বৈষম্য থাকবে না, কর্মস্থলে মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে, নারীদের ক্ষমতায়ন ও সম্মান প্রদর্শন করতে হবে, শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষা নিশ্চিত করা, দেশের বিচারিক ব্যবস্থাকে সম্পুর্ন নিরপেক্ষ রাখা, তথ্য প্রযুক্তির বিস্তার ও মানোন্নয়ন, কিশোর গ্যাং নির্মুল, কোচিং বানিজ্য বন্ধ ও ভুমি সেবার নামে ভোগান্তি মোচন, ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদান করতে হবে।

কাঞ্চন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তারিকুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিক, সাবেক কাউন্সির মফিকুল ইসলাম খান, রোকন মিয়া, সাংবাদিক শাহেল মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইফতেখার ভূইয়া রিদ্বীন, সারোয়ার আলন, নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের মাহবুব আলম শাহেদ, মোস্তফা মোল্লা, শামীম শেখ, বিপ্লব, আপন, জুয়েল, বরকতউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২২:০৭   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে : বাণিজ্য উপদেষ্টা
বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন করে প্রচেষ্টা চালানোর জন্য সার্ক মহাসচিবের আহ্বান
সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, সেই ছেলে আটক
মিয়ানমারকে করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উচিত ছিল: মির্জা ফখরুল
নারায়ণগঞ্জ আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ