ভেনেজুয়েলার বিরোধী নেতার গ্রেফতার নিয়ে মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনেজুয়েলার বিরোধী নেতার গ্রেফতার নিয়ে মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



ভেনেজুয়েলার বিরোধী নেতার গ্রেফতার নিয়ে মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি

ভেনেজুয়েলার বিরোধী নেতাদের গ্রেফতার নিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাদুরো সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেয়া বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে আটক করায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিরোধী নেতা মারিয়া ও প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেজর যেন কোনো ‘ক্ষতি’ না করা হয়।

ভেনিজুয়েলায় গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরোর বিপরীতে বিরোধী জোটের প্রার্থী ছিলেন এডমান্ডো গঞ্জালেজ। ওই নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। বিরোধী দলগুলোর জোট ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তোলে।

নির্বাচনের প্রায় ৫ মাস পর শুক্রবার ((১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছেন মাদুরো। শপথ নিতে যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানী কারাকাসে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভে যোগ দেন প্রকৌশলী থেকে রাজনীতিক ৫৭ বছর বয়সি নারী মারিয়া।

একটি পিকআপ ট্রাকের ওপর দাঁড়িয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশে বক্তব্য দেন মারিয়া। এ সময় সেখানে বিপুল পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। বিক্ষোভের এক পর্যায়ে তাকে আটক করে নিরাপত্তা বাহিনী।

গত বছরের জুলাইয়ে নির্বাচনের পর থেকে আত্মগোপনে ছিলেন। এরপর কারাকাসে বিক্ষোভে নেতৃত্ব দিতে প্রকাশ্যে আসামাত্রই আটক হন তিনি। তবে কয়েক ঘণ্টা পরই তাকে ছেড়ে দেয়া হয়।

এদিকে মারিয়ার আটকের পরই ভেনিজুয়েলার বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাদুরোর প্রতি আহ্বান জানান ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ‘ভেনিজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া করিনা মাচাদো এবং নির্বাচিত প্রেসিডেন্ট গঞ্জালেজ শান্তিপূর্ণভাবে ভেনেজুয়েলার জনগণের কণ্ঠস্বর এবং ইচ্ছা প্রকাশ করছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে মহান ভেনেজুয়েলান আমেরিকান সম্প্রদায় স্বাধীন ভেনেজুয়েলাকে ব্যাপকভাবে সমর্থন করে এবং আমাকে দৃঢ়ভাবে সমর্থন করে। এই মুক্তিযোদ্ধাদের ক্ষতি করা উচিত নয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত!’

ভেনেজুয়েলার অপর বিরোধী নেতা ও গত নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াও মারিয়ার আটকের নিন্দা জানিয়ে এক্স-এ পোস্ট করেন। তিনি বলেন, ‘খুবই গুরুতর! মারিয়া করিনাকে মুক্তি দেয়া হলেও তার সঙ্গে যা ঘটেছে তা মেনে যায় না। তাকে সহিংস পরিস্থিতিতে অপহরণ করা হয়েছিল।’

গত জুলাইয়ের নির্বাচনে মাদুরোকে তৃতীয় মেয়াদে ছয় বছরের জন্য বিজয়ী ঘোষণা করে নির্বাচন কর্তৃপক্ষ। তবে বিরোধীরা তা প্রত্যাখ্যান করে। বিরোধীদের দাবি, তাদের কাছে ভোট কেন্দ্রের বিস্তারিত হিসাব আছে। আর সেই হিসাব অনুযায়ী, গঞ্জালেজ উরুতিয়াই নির্বাচনে জয়ী হয়েছেন।

এমন অবস্থায় ভোটের ফল প্রকাশের জন্য ভেনেজুয়েলার সরকারের ওপর দেশ-বিদেশ থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব থেকে তীব্র চাপ দেয়া হয়। তবে মাদুরো সরকার সেসব চাপ শক্ত হাতে প্রতিহত করে।

নির্বাচনের পর ভেনেজুয়েলার রাস্তায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তা পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এতে ২৮ জন নিহত এবং ২০০ জন আহত হয়। গ্রেফতার হয় ২ হাজার ৪০০-এর বেশি মানুষ। যদিও গ্রেফতার হওয়াদের বেশিরভাগেরই মুক্তি দেয়া হয়।

গঞ্জালেজ বলছেন, জুলাইয়ের নির্বাচনে তিনি নন, পরাজিত হয়েছেন মাদুরো। এরপর গঞ্জালেজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নথি জালিয়াতি অভিযোগে গ্রেফতারের নির্দেশ দেয় সরকার। গ্রেফতার এড়াতে গঞ্জালেজ গত সেপ্টেম্বরে দেশ ছেড়ে পালিয়ে যান এবং স্পেনে রাজনৈতিক আশ্রয় নেন।

সম্প্রতি মাদুরোর শপথানুষ্ঠানের প্রাক্কালে যে করেই হোক দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার এই দেশে ফেরার খবরে তাকে ধরিয়ে দিতে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে মাদুরোর সরকার।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১৩   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মাদুরোর অভিষেকের আগে ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত বন্ধ : গভর্নর
বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ
গঠনমূলক অগ্রগতি হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইইউ: কাল্লাস
চারদিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে ১০
ভেনেজুয়েলার বিরোধী নেতার গ্রেফতার নিয়ে মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি
যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান চান ট্রাম্প : রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের নাম পাল্টে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ!
চাদে প্রেসিডেন্ট ভবনে সশস্ত্র হামলা নস্যাৎ সেনাবাহিনীর, নিহত ১৯
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ