
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকালে চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) উপজেলা কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোয়াইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল-আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল-আমিন শেখ এর সঞ্চালনায় সামাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষক দলের আহব্বায়ক মাজেদুর ইসলাম, উপজেলা কৃষক দলের আহব্বায়ক আব্দুল মজিদ, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারন সম্পাদক মোর্শেদ, সেচ্ছাসেবক দলে সভাপতি আক্তার হোসেন, ওয়ার্ড কৃষক দলের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
এসময় সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক দলের নারী-পুরুষ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকের নানা সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে সকলের মাঝে এক একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫০:০৫ ১১১ বার পঠিত