পণ্যের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি যশোরের ব্যবসায়ীদের

প্রথম পাতা » অর্থনীতি » পণ্যের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি যশোরের ব্যবসায়ীদের
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



পণ্যের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি যশোরের ব্যবসায়ীদের

সরকার থেকে আরোপিত ১০০ পণ্যের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোর চেম্বার অব কমাসের নেতারা। আইএমএফের ‘প্রেসক্রিপশন’ না মেনে কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব সমন্বয়ের দাবি করেছেন তারা।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার গোষ্ঠীতন্ত্রের স্বার্থরক্ষায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিয়েছিলো। এ বাজেট কার্যকরের এক মাসের মাথায় ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের ফসল হিসেবে ক্ষমতা গ্রহণকারী এ সরকার গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে প্রত্যাশা ছিল সবার। যদিও এরই মধ্যে সে প্রত্যাশায় ছেদ ঘটেছে।

তিনি বলেন, ‘বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নতুন করে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রায় ১০০ পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক ও আবগারি শুল্ক আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা ইতোমধ্যে কার্যকর করেছে সরকার। যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকায় স্বাভাবিকভাবেই মানুষের ব্যয় বাড়বে। সেইসাথে কেনাবেচায় প্রভাব পড়বে। যার দরুন ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হবেন। আইএমএফের প্রেসক্রিপশনে এমন কাজ করলে জন আকাঙ্ক্ষা বিরোধী হবে। এজন্য ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সংকট সমাধানে কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব সমন্বয়ের উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১০   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোজ্যতেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
চুরির আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে, পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই : গভর্নর
চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ