অপরাধে জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপরাধে জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



অপরাধে জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে আনসার-ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিদিন দু-একজন করে ধরা পড়ছেন। আজ মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো এক দিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছে। খুঁজে খুঁজে একে একে তাদের সবাইকে ধরা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হয়, বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, বরং বদলি-পদোন্নতি-পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেয়া হয়নি।

উত্তরে উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদের কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। সব তো একদিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছে। তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

অনেকেই আছেন কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত যারা সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন-বদলি-পদোন্নতি দিয়েছেন–এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ধরা তো হচ্ছে। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।

পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১২:৪১:৩৯   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তা
প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা সংবিধান সংস্কার কমিশনের
পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ
দ্বিতীয় ক্যাম্পাসের জটিলতা নিরসন তিনদিনের মধ্যে: জবি উপাচার্য
একইসঙ্গে ধরা খেল প্রিমিয়ার লিগের বিগ থ্রি
অটোরিকশার ব্যাটারি নেয়ার জন্যই হত্যা করা হয় কিশোর চালক হোসাইনকে
৬টি কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন
পাঠ্যপুস্তকে গ্রাফিতি: এনসিটিবির সামনে সংঘর্ষে আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ