বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ফিরিয়ে আনার চেষ্টায় বিজিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ফিরিয়ে আনার চেষ্টায় বিজিবি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ফিরিয়ে আনার চেষ্টায় বিজিবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহমেদ। তিনি মোবাইল ফোনে বলেন, শূন্যরেখা অতিক্রম করার পর ইন্ডিয়া তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আমরা তাকে ফেরত আনার জন্য যোগাযোগ করেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে সীমান্তবর্তী এলাকায় রাত ৮টার সময় বিএসএফ সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে এই খবর বিজিবির কাছে পৌঁছালে তারা দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে আটককৃত নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

এদিকে এই ঘটনার ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ওই ব্যক্তিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিজিবির প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। এছাড়া এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৬:১২   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবেশ উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের বৈঠক
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ‘আইকিউ টেস্ট’ তৈরি খুবই গুরুত্বপূর্ণ: প্রাথমিক উপদেষ্টা
পরবর্তী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে : তথ্য উপদেষ্টা নাহিদ
বাংলাদেশে বেসরকারি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র
দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
আইন বিধি মেনে কাজ করতে হবে - ভূমি উপদেষ্টা
দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সরকারকে সহযোগিতা করছে বিএনপি: আমীর খসরু
নওগাঁর মান্দায় ৮’শ একর খাস জমি রক্ষায় প্রশাসনের উদ্যোগ
সামাজিক অবদান রাখতে দেশে ফিরে অভিবাসীদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য
নাব্যতা স্বাভাবিক রাখতে নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ