জামালপুরে ক্রেতা বিক্রেতার মধ্যে মারমারির ঘটনায় আহত - ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ক্রেতা বিক্রেতার মধ্যে মারমারির ঘটনায় আহত - ৬
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



জামালপুরে ক্রেতা বিক্রেতার মধ্যে মারমারির ঘটনায় আহত - ৬

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সবজির দরদামকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার মধ্যে মারমারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এঘটনা ঘটে। এতে অন্তত ৬জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- চর পোগলদিঘা গ্রামের কৃষক সোলায়মান হোসেন(৪০), রাব্বি মিয়া (২০), মজনু মিয়া (৩৮), টুকন মিয়া (৩২) ও মোনারপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সুরুজ আলীর ছেলে সানি (২৫) ও সাদ্দাম হোসেন (২২)।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে ,বয়ড়া বাজারে হাটের দিন থাকায় পোগলদিঘা গ্রামের কৃষক সোলায়মান হোসেন আলু বিক্রি করতে আসেন। এসময় হাটের কাঁচামাল ব্যবসায়ী ও মোনারপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে সানি ১ হাজার টাকা মণ দরে ১৫ কেজি আলু তার কাছ থেকে কিনে নেন। কিন্তু টাকা দেওয়ার সময় সে ৯০০ টাকা মণ দরে তাকে টাকা দিতে চান। এতে আপত্তি জানান কৃষক সোলায়মান হোসেন। উভয়ের কথা কাটাকাটির এক পর্যায় পোগলদিঘা গ্রামের মজনু মিয়া এগিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এসময় সানি তার উপর উত্তেজিত হয়ে মারামারি শুরু করে।

পরে হাটের লোকজন তাদেরকে ছাড়িয়ে দেয় এবং সবাই চলে যায়। এদিকে মজনু মিয়া একটি স্টলে চা খেতে বসে। এর কিছুক্ষণ পরেই সানি ও তার ভাই সাদ্দাম মিলে মজনু মিয়ার উপর আবারো অতর্কিতভাবে হামলা করে। এসময় পোগলদিঘা গ্রামের রাব্বি ও টুকন মিয়া ফিরাতে গেলে তাদেরকেও মারধর করে দুই ভাই। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

এদিকে হাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা সানি ও সাদ্দাম হোসেনকে গোগলদিঘা ইউনিয়ন পরিষদে আটকে রাখে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।

আহত রাব্বি ও মজনু মিয়া জানান, আমরা মারামারি ফিরাতে গিয়ে ছিলাম। কিন্তু সানি ও সাদ্দাম আমাদেরকে বেধড়ক মারপিট করেছে। আমরা এঘটনায় প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, পোগলদিঘা বয়ড়া বাজার হাটে সবজি বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় দুইজনকে ইউনিয়ন পরিষদে আটকে রাখে জনতা। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২:০৫:১৭   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
সরকারি কর্মকর্তাদের তথ্য শেয়ারে সতর্ক থাকার আহ্বান কৃষি উপদেষ্টার
নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র
ক্ষমতার অপব্যবহার বন্ধ ও ঘুস লেনদেন অবৈধ ঘোষণাসহ ৪৭ সুপারিশ
বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়নি : ডা. জাহিদ
আড়াইহাজারে ’তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা
না.গঞ্জের এমপি-মন্ত্রীরা ব্যর্থতার পরিচয় দিয়েছে: মামুন মাহমুদ
নবাগত ডিসি’র সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি জাহিদুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ