নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সাথে মত বিনিময় করেছে নারায়ণগঞ্জের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসনের উধ্বতণ কর্মকর্তাগণ ও নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে সকলের সাথে পরিচিত হন নবাগত ডিসি। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসক বরাবর তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা একদিকে জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন অপর দিকে আপনারা হলেন সমাজের দর্পন। জাতির কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আপনারা সমাজের চরিত্র তুলে ধরেন। আজ আপনারা বিভিন্ন সমস্যার কথা জানালেন। এর মধ্যে কয়েকটি সমস্যা প্রায় প্রতিটি জেলাতেই দেখা যায়। আপনারা ডাক্তারের সমস্যার কথা বললেন, জমি দখল,নদী দুষন; এই সমস্যা গুলো প্রত্যেকটা জেলাতেই দেখতে পাই। তবে, আপনাদের কথায় নারায়ণগঞ্জের জন্য মুল চ্যালেঞ্জ আমার যেটা মনে হলো সেটা হচ্ছে, যানযট। এটা ছাড়া হকারদের বিষয়টাও একটি বড় সমস্যা।
জেলা প্রশাসক হিসেবে বলতে চাই, এইসকল সমস্যার সমাধান আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি জেলায় আসি। তবে, আমরা যখন কাজ করতে আসি তখন ওই জেলাটাকে নিজের জেলাই মনে করি।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৫ ২৫ বার পঠিত