নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র

নারী ও শিশুর প্রতি বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের অধিকার সুরক্ষায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ সাভারের ব্র্যাক সিডিএমে একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ আহ্বান জানান।

ইউনিসেফ ও ইউজিসি যৌথভাবে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

ইউজিসি’র ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ-এর এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন ও প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান।

ইউজিসি সদস্য প্রফেসর মাছুমা হাবিব বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচরণ পরিবর্তনে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে প্রয়োগে তিনি শিক্ষকদের আহবান জানান।

উল্লেখ্য, ইউনিসেফ ও ইউজিসি’র যৌথ উদ্যোগে এসবিসি কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনা, কারিকুলাম ও নীতিমালা প্রণয়ন, ফেলোশিপ প্রদান, স্বল্প মেয়াদি কোর্স চালু, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে ।

ইউজিসি’র রিসার্চ এন্ড গার্মেন্টস ম্যানেজমেন্ট ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ২০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৩   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
সরকারি কর্মকর্তাদের তথ্য শেয়ারে সতর্ক থাকার আহ্বান কৃষি উপদেষ্টার
নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র
ক্ষমতার অপব্যবহার বন্ধ ও ঘুস লেনদেন অবৈধ ঘোষণাসহ ৪৭ সুপারিশ
বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়নি : ডা. জাহিদ
আড়াইহাজারে ’তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা
না.গঞ্জের এমপি-মন্ত্রীরা ব্যর্থতার পরিচয় দিয়েছে: মামুন মাহমুদ
নবাগত ডিসি’র সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি জাহিদুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ