জামালপুরে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



জামালপুরে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীর উপর অভিমান করে সানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এঘটনা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১টায় মহাদান ইউনিয়নের শ্যামের পাড়া গ্রামের ফকির বাড়ীতে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্বামী খোকা ফকির তার স্ত্রীর কাছে নিজের ঔষধ আনার জন্য টাকা চায়। সে স্বামীকে টাকা দিতে অস্বীকৃতি জানালে। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় স্বামী খোকা ফকির তার স্ত্রীকে বলে, আমি যেন ঔষধ নিয়ে বাড়ীতে এসে তোর মুখ দেখতে না পাই। এই বলে সে সরিষাবাড়ী সদরে ঔষধ আনতে যান।

এরপর তিনি ঔষধ নিয়ে বেলা ১টার দিকে বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী সানোয়ারা বেগম ঘরে ধন্ন্যার সাথে গলায় রশি বেঁধে ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করে ঝুলে আছেন।

পড়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তার স্ত্রীকে তিনি ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামান। পরে বিষয়টি তৎক্ষণাৎ এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

পরে পুলিশ সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল শনাক্ত করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

নিহত সানোয়ারা বেগম শ্যামের পাড়া গ্রামের ফকির বাড়ি খোকা ফকিরের স্ত্রী। সে পাঁচ সন্তানের জননী। তার বাবার বাড়ী একই গ্রামের পূর্বপাড়া এলাকায়। সে মৃত ফজর আলী’র মেয়ে।

স্থানীয়রা ধারণা করছেন, নিহত সানোয়ারা বেগম সম্ভবত স্বামীর এমন কথা সইতে না পেরেই অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকেই মন্তব্য করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, নিহত নারীর লাশ সুরতহাল শনাক্ত করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হবে। পরিবারের অভিযোগ না পেলে ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৯   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা: সিইসি
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ
মিথ্যা অভিযোগের প্রতিবাদে- চেয়ারম্যান রাজমহর
‘আউট অব কান্ট্রি ভোটিং’ আমরা শুরু করতে চাই, এটা ভারতেও নাই
ট্রিপল মার্ডার: লাশ টুকরা টুকরা করা শিমুল ধরা পড়লেন যেভাবে
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ