জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হালিম(বিএসসি) ও অফিস সহায়ক বীর মুক্তিযুদ্ধা মজিবর রহমান মানিককে রাজকীয় বিদায় সংবর্ধনা দিলেন শিক্ষার্থীরা
শনিবার(১৮ জানুয়ারি) সকালে উপজেলা সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া এলাকায় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী শিক্ষক ও অফিস সহায়ক কে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে প্রভাষক ও অত্র স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ রবিউল ইসলাম রূপচাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোঃ আব্দুল হালিম ও অফিস সহায়ক মজিবর রহমান মানিক।
এসময় আরও বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আরিফ, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন,শিক্ষিকা নাজমুল নাহার, ২০১২ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ,২০১৫ ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান, ২০১৭ ব্যাচের শিক্ষার্থী সজীব আহমেদ, ২০১৮ ব্যাচের শিক্ষার্থী জাকির তালুকদার
২০১৯ ব্যাচের শিক্ষার্থী নাজমুল সরকার,২০২১ ব্যাচের শিক্ষার্থী সোহাগ ও জাহিদুল ইসলাম ২০২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ মুকসেদুল ইসলাম সহ নবম শ্রেণির তানভীন আক্তার, আশামনি প্রমুখ।
এছাড়াও প্রিয় শিক্ষককে উপহার দেওয়া মানপত্র পড়ে শুনান সাবেক স্নেহময়ী ছাত্র মোনালিসা কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পিতৃতুল্য সম্মাননীয় শিক্ষককের হাতে বিভিন্ন উপহার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২১:৩৩:০৬ ২৯৫ বার পঠিত