মায়ের আঁচল সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মায়ের আঁচল সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫



মায়ের আঁচল সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও “মায়ের আঁচল স্বাধীনতা স্মৃতি সম্মাননা ২০২৪-২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) বাদ আছর নারায়ণগঞ্জ জেলার তল্লা এলাকায় সাধারণ পাঠাগারে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠানের প্রস্তুতিপূর্বক এ জরুরী প্রস্তুতিমূলক সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হারুন অর রশিদ সাগর’র সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠ শেষে উপস্থিত সকলের সিদ্ধান্তে আগামী ৭ ফেব্রুয়ারী এ আন্তর্জাতিক উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিকাল ৩ টায় অনুষ্ঠানের সূচণা পর্বে দেশী-বিদেশী লেখকদের স্বরচিত কবিতা পাঠের আসর। ৫ টায় অতিথিদের আলোচনা ও গুণীজন সন্মাননা পর্ব। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী। এ সাহিত্য উৎসবে দেশ বরেণ্য কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তি ও সামাজ সেবক ও গুণী ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের উদযাপন কমিটির আহবায়ক হিসেবে থাকছেন- প্রফেসর মোঃ আমির হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, এম. আর. মনজু, লুৎফুর রহমান সরদার, পেয়ারা বেগম, জয়নুল আবেদীন জয়, মোহাম্মদ আলী, সাব্বির আহমেদ সেন্টু, শফিকুল ইসলাম আরজু ও বাপ্পি সাহা। সমন্বয়ক থাকছেন- সাংগঠনের প্রতিষ্ঠাত ওা সভাপতি হারুন অর রশিদ সাগর ও যুগ্ম সমন্বয়ক মোঃ রিয়াদ তালুকদার। সদস্য সচিব আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে থাকছেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বাবু, মনজুর আলম, সুরাইয়া তাহমিনার সেফু, মর্তুজা হোসেন, আব্দুর রহিম, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মানিক চক্রবর্তী, কাজী আনিসুল হক, ইকবাল হোসেন রোমেছ, এস. এ. বিপ্লব, মামুন বাবুল, শুক্কুর মাহমুদ জুয়েল, মাসুদ রানা লাল, মোহাম্মদ আল মনির, আক্তারুজ্জামান, শাহ আলম, রমজান বিন মোজাম্মেল, মানিক হোসাইন, সাদ্দাম মোহাম্মদ, জয়নুল আবেদীন জয়, সাজ্জাদ আহমেদ খোকন, মোঃ শিপন জমাদ্দার, মেজবাউদ্দিন মামুন, সালমা ডলি, ইঞ্জিনিয়ার মনির, সোহেল আহমেদ, সফিকুর রহমান নিজাম, নাজমুল হোসাইন খান, জামিল হোসাইন, ইমরান হোসেন ইমন, শফিক সাদেকী ও তাসলিমা আক্তার পারভীন।

সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কবি মোঃ শফিকুল ইসলাম আরজু, তল্লা সাধারণ পাঠাগারের সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন, আসরাফ উদ্দিন ও কবি জয়নুল আবেদীন জয়, কবি ইকবাল হোসেন রোমেছ, কবি মোসাঃ লুবনা আক্তার সুমি, কবি মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল, কবি এস. এ. বিপ্লব, কবি সালাউদ্দিন আমির, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি মাহবুব রহমান চৌধুরী, কবি মোঃ জসিম উদ্দিন, সমাজ সেবক মোঃ মনির হুসাইন, ফটো সবাদিক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা ও সাংবাদিক মোঃ মিঠুন মিয়া প্রমূখ।

উপস্থিত সকলেই মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও মায়ের আঁচল স্বাধীনতা স্মৃতি সম্মাননা ২০২৪-২৫ অনুষ্ঠানের আহ্বায়ক কমিটিকে সাধুবাদ জানান এবং সেই সাথে আগামী ৭ ফেব্রুয়ারীর সাহিত্য উৎসবে নারায়ণগঞ্জ জেলার সকল কবি, লেখক ও সাহিত্য প্রেমীদের উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠের আহবান জানান। পাশাপাশী সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০১   ৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বন্দরে আলহেরা সুন্নিয়া শান্তিনগর মাদ্রাসার শুভ উদ্বোধন
মায়ের আঁচল সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
উদ্যোক্তাদের সংগ্রাম-সফলতার গল্প শুনে উচ্ছ্বসিত মুহাম্মদ ইউনূস
চট্টগ্রামসহ সারাদেশের পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা
এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: উপদেষ্টা ফারুকী
জামালপুরে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে রাজকীয় বিদায় সংবর্ধনা দিলেন শিক্ষার্থীরা
শহিদদের রক্ত ঋণ শোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান গোলাম পরওয়ারের
টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ