নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার বন্দরের শান্তিনগরে আলহেরা সুন্নিয়া শান্তিনগর নামের একটি মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার (১৭ জানুয়ারী) বাদ আছর মিলাদ ও দোয়ার মাহফিলের মাধ্যমে দ্বীনি এ প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- দারুন নাজাত খানকায়ে ফুরফুরা শরীফ নারায়ণগঞ্জের পীর আল্লামা কাজী মেফতাহ উদ্দিন জসিম।
বন্দর মদনগঞ্জ গাউছুল আজম জামে মসজিদের সভাপতি হাজী মোঃ কফিল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, আলহেরা সুন্নিয়া শান্তিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম মাদবর, মাদ্রাসার পরিচালক মোঃ জুয়াদুল ইসলাম জুয়েল, পরিচালক জিয়াউর রহমান জিন্নাহ, মাদ্রাসার মুহতামীম মুফতি আব্দুর রশিদ প্রমূখ।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৩ ৩৩ বার পঠিত