শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ এবং সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী মহোৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের পালপাড়া শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “আপনার মনের ভেতর যা আছে, সেটাই ধর্ম। সকলের মনের ভেতর স্রষ্টার প্রদত্ত দয়া, ভালোবাসা এবং শ্রদ্ধাই হলো পরম ধর্ম। কোনো ধর্মই কারো একার কথা বলে না। পৃথিবীর সকল ধর্ম মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং রামচন্দ্রের আবির্ভাব এই পৃথিবীতে শান্তি ও মঙ্গলের বার্তা ছড়ানোর জন্যই হয়েছে।
আমি সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করি, কারণ তারা মানুষকে সৎ পথে চলতে উদ্বুদ্ধ করেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার, এবং আপনাদের কোনো সুবিধা বা অসুবিধা আমাকে জানালে আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
পাবনা কেন্দ্রীয় আশ্রমের নেতা শ্রী হরিপদ মজুমদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিএইচডি গবেষক শ্রী মদন দেব বর্মণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহম্মেদ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য।
আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী শ্যামল কর, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা, এবং ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ দে (অধ্বর্য্যু)।
অতিথিদের মধ্যে ছিলেন: কমিটির সদস্য সচিব শ্রী হরিপদ পাল, শ্রী নিতাই রায়সহ সৎসঙ্গের বিভিন্ন নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:১৫:৩৩ ৫ বার পঠিত