অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে মহড়ার আয়োজন -স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে মহড়ার আয়োজন -স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে মহড়ার আয়োজন -স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার ফাইটিং অনুশীলন মহড়ার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন সম্প্রতি সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ধরনের দুর্ঘটনা যাতে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আর না ঘটে সেজন্য এ আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ মহড়া শুরু হবে। পর্যায়ক্রমে সচিবালয়ের অন্যান্য ভবনেও ফায়ার ফাইটিং মহড়ার আয়োজন করা হবে। দেশবাসীকে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনস্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ফায়ার ফাইটিং মহড়ায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অগ্নি নির্বাপক যন্ত্র একটি সাধারণ ইক্যুইপমেন্ট। এটা সবার বাড়িতে রাখা উচিত। তিনি আরও বলেন কোথাও অগ্নি দুর্ঘটনা ঘটলে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে নিজেই আগুন নেভাতে পারবে।

অনেক সময় ফায়ার ব্রিগেড আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে। সেজন্য সবার বাসায় অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিত। আর এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আগে থেকে অনুশীলন করা দরকার।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৮   ২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশ গড়তে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান তারেক রহমানের
‘সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪’ ও ‘৯ম কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক অনুষ্ঠান
দ্বিতীয় মেয়াদে শপথ নিয়ে ইতিহাসে নাম লেখালেন ট্রাম্প
আমরা চাই আদালত প্রাঙ্গণে মানুষ ন্যায় বিচার পাক: এড. টিপু
হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন
ডিসি জাহিদুল ইসলামকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে: বাণিজ্য উপদেষ্টা
অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে মহড়ার আয়োজন -স্বরাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের লক্ষ্য ঢাকা-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করা
সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ