নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অনেকে চেষ্টা করেছেন, তারপরও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের প্রত্যাশা পূরণ হয়নি- সেটার কারণ কি? আমাদের সংবাদ মাধ্যমের দুর্বলতাগুলো কোথায় ছিল? গণমাধ্যমের দুর্বলতাগুলো চিহ্নিত করে গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে আমরা এখনো এ বিষয়ে কোনো সামগ্রিক মূল্যায়ন দাঁড় করাইনি। কোনো সুপারিশমালা তৈরি করার কাজে এখনো হাত দেইনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামাল আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারবিরোধী যে আন্দোলন হলো, সেটা অনেকেই বিপ্লব বলছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখলাম গণমাধ্যমের প্রতি মানুষের আস্থার ঘাটতি। এ কারণে এক প্রকারের ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। টেলিভিশন কেন্দ্র আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, বিভিন্ন প্রেসক্লাব আক্রান্ত হয়েছে। এটা শুধুমাত্র ক্ষোভের কারণে।

তিনি আরও বলেন, আমরা এখন যেটা করছি- আমরা এখন সবার মতামত শুনছি। অংশীজনদের মতামত শুনছি। অংশীজনদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই মাধ্যমের সঙ্গে সরাসরি জড়িত। এর বাইরে আরেকটি বড় অংশজন হচ্ছে যারা এই সংবাদের গ্রাহক। অর্থাৎ পাঠক, স্রোতা, দর্শক। তারা কীভাবে দেখছেন, তাদের মতামত কী? এগুলো সব কিছুই আমরা জানার চেষ্টা করছি। সেই জানার অংশ হিসেবে দুটো জিনিস আমরা পাশাপাশি করেছি। একটি হচ্ছে জাতীয় জনমত সমীক্ষা। আমরা সারা দেশের মানুষের কাছে জানার চেষ্টা করেছি যে তাদের দৃষ্টিতে গণমাধ্যমের দুর্বলতাগুলো কোথায়। তারা ভবিষ্যতে কেমন গণমাধ্যম দেখতে চান। এর পাশাপাশি আমরা বিভিন্ন অংশীজন, মালিক, সম্পাদক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা বা সংবাদ শিল্পের সঙ্গে জড়িত বা গণমাধ্যম শিল্পের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছি।

কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না, তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবিলা করাসহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সচিব কাজী জিয়াউল বাসেত, সদস্য শামসুল হক জাহিদ, কামরুন্নেসা হাসান, গীতি আরা নাসরিন, জিমি আমির, মোস্তফা সবুজসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩০   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ জরুরি : পরিবেশ উপদেষ্টা
না.গঞ্জে প্রশাসনের কোন ভাল লোক আসতে চাইতো না: সাখাওয়াত
সরকারের সমন্বিত পদক্ষেপে চালের দাম কমবে : খাদ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা পুনর্বাসনের আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার
সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জামালপুরে বিপুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন
দেশের সেবায় আন্তরিকভাবে কাজ করতে হবে : তথ্য সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ