স্পিনারদের দাপুটে স্পেলে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » স্পিনারদের দাপুটে স্পেলে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



স্পিনারদের দাপুটে স্পেলে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া আর কারো ব্যাটেই আসেনি বলার মতো রান। জ্যোতির ৬৮ রানের পর বিশের বেশি রান করেছেন কেবল সোবহানা মোশতারি এবং স্বর্ণা আক্তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোর গেল ১৮৪ পর্যন্ত। কিন্তু দিনশেষে বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে এটাই হলো যথেষ্ট।

নাহিদা আক্তারের ৩ উইকেটের সঙ্গে রাবেয়া খান ও ফাহিমা খাতুনের জোড়া শিকার। পেসার মারুফাও পেয়েছেন ২ উইকেটের দেখা। ম্যাজিকাল এই স্পেলেই উইন্ডিজ নারীদের বাংলাদেশ আটকে দিয়েছে ১২৪ রানে। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৬০ রানে। আর তাতেই সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নটাও জিইয়ে রেখেছে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলতে সেই ম্যাচে কেবল হার এড়ানোই বাংলাদেশের লক্ষ্য। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে বিশ্বকাপে। আর সেটা ঘটলে নিউজিল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।

শুরু থেকেই উইন্ডিজ নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খেয়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লের পুরোটা জুড়েই রানরেট ছিল ৪ এর নিচে। তবে টাইগ্রেসদের ইনিংসে ৩০ পেরুনো জুটি ছিল ৩টি। যার একটি ছিল প্রথম উইকেটেই। এরপরেই দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেট খোয়ানোর পর সোবহানাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন জ্যোতি।

পরে ষষ্ঠ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন জ্যোতি। পুরো সময়ে লড়ে গিয়েছেন তিনিই। নবম উইকেটে আউট হওয়ার আগে করেছেন ৬৮ রান। মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে স্বর্ণা ছাড়া আর কেউই ডাবল ডিজিটের ঘরে যেতে পারেননি।

ব্যাট হাতে ভালো কিছু করতে না পারলেও বোলিং ইনিংসে বাংলাদেশ ছিল দুর্দান্ত। উইন্ডিজ ইনিংসের কাউকেই সে অর্থে দাঁড়াতে দেয়নি টাইগ্রেসরা। শেমেইন ক্যাম্পবেলের ২৮ রানই ছিল স্বাগতিকদের জন্য সর্বোচ্চ। অধিনায়ক হেইলি ম্যাথিউস ফিরেছেন ১৬ রান করে।

শেষদিকে শেরি অ্যান-ফ্রেজার এবং কারিশমা রামহারাকের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ১৮ এবং ১৩ রানের ইনিংস। যদিও সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই ম্যাচে জয়ের পর বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা দারুণভাবে জাগিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল।

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ খেলে ফেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। বাংলাদেশ শেষ ম্যাচটি জিতলে তো বটেই ম্যাচটিতে ফল না হলেও টপকে যাবে কিউই নারীদের। শুক্রবারে রাতে হবে সেই ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫:৪০:২৯   ৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ