জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পারভেজ মিয়া (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার(২২ জানুয়ারি) সকালে ইউপি সদস্য নুরুল ইসলাম নিউজ টু নারায়ণগঞ্জ কে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টায় পারভেজ বন্ধুদের সাথে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায়। সেখানে ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য পল্লী বিদ্যুৎ মেইন লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে।
এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় পারভেজ। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় লুৎফর রহমান জানান, পারভেজ রফিকুল ইসলামের একমাত্র সন্তান। সে খুব শান্ত স্বভাবের ছেলে ছিল এবং ছাত্র হিসাবেও মেধাবী ছিল। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী খুবই শোকাহত বলে জানান তিনি।
এদিকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ম্যানেজার সৌরভ কুমার রায় নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, আমরা অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধের জন্য নাইট অপারেশন করে থাকি। এরপরেও অনেকেই অবৈধভাবে সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে। এতে দুর্ঘটনাও বাড়ছে এবং আমরা সিস্টেম লস এর আওতায় চলে যাচ্ছি। তাই, অবৈধ বিদ্যুৎ ব্যবহারে আমাদের সকলকেই সচেতন হওয়া উচিৎ বলে জানান তিনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:০২:১১ ৫১ বার পঠিত