নওগাঁর মান্দায় ৮’শ একর খাস জমি রক্ষায় প্রশাসনের উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁর মান্দায় ৮’শ একর খাস জমি রক্ষায় প্রশাসনের উদ্যোগ
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



নওগাঁর মান্দায় ৮’শ একর খাস জমি রক্ষায় প্রশাসনের উদ্যোগ

জেলার মান্দা উপজেলায় ৮’শ একর খাস জমি রক্ষায় প্রশাসন উদ্যোগ নিয়েছে। উপজেলার উথরাইল বিলে খাস জমি উদ্ধার ও বেহাত হওয়া ব্যক্তি মালিকানা প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে দুই দিন ব্যাপী বিল এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে গণশুনানির আয়োজন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। গণশুনানির প্রথম দিনে অংশ নেয় ভাঁরশো ইউনিয়নের ৪টি মৌজার আড়াইশ জন কৃষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের গনশুনানির বিষয়টি জানানো হয়েছে। সে অনুযায়ী জমির প্রকৃত কাগজপত্র আছে এমন ব্যক্তি নিবন্ধনে অংশ নেন। এরপর নিবন্ধনকৃত ব্যক্তিরা তাদের দাবীকৃত জমির পক্ষে বিপক্ষে তথ্যপ্রমান উপস্থাপন করেন। যাদের প্রমানাদি সঠিক প্রতিয়মান হচ্ছে তাদেরকে তাদের জমি বুঝিয়ে দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে ব্যক্তির জমি কেউ জবরদখলকরে থাকলে তাকে তা ছেড়ে দিতে নোটিশ দেয়া হচ্ছে। শুধু তাই নয়, যুগের পর যুগ ধরে সরকারের‘ক’ তপশিল ভুক্ত খাস জমি দখল করে খাচ্ছেন অনেকে। সেগুলো উদ্ধার করে দখলমুক্ত করা হচ্ছে।

তিনি আরো জানান, এত বিপুল পরিমান জমির বিরোধ অফিসে বসে মিটানো সম্ভব নয়। আবার এসব কাজে বার বার অফিসে যেতে মানুষজনও হয়রানির শিকার হতে পারে। সব মিলিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনের সেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ।

নিজের জমি বুঝে পেয়ে মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক নাহিন প্রমানিক জানান, দুটি আলাদা খতিয়ানে তাদের প্রায় ১৪ বিঘা জমি ১২ বছর যাবত অন্যের দখলে আছে। তার বাবা বেঁচে থাকাকালিন জমিগুলো তারাই ভোগ করতেন। কিন্তু বাবার মৃত্যুর পর স্থানীয় কয়েকজন জমিগুলো অবৈধভাবে দখল করে ফেলে। পড়ালেখার জন্য বাহিরে থাকায় জমিগুলো আর উদ্ধার করা যায়নি।

ইউএনওর এমন উদ্যোগে সাড়া দিয়ে জমি ফেরত নিতে এসেছেন তিনি। এরইমধ্যে শুনানিও হয়েছে। যেখানে সেই জমিগুলো তাদের বলে রায় এসেছে। এখন দখলদারদের নোটিশ পাঠালেই দখলমুক্ত হবে জমিগুলো।

স্থানীয়কৃষক আব্দুল জলিল জানান, বিল এলাকার এসব জমি নিয়ে প্রতি বছরই মারামারি হতো। মামলাও আছে অনেক। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়ন হলে একদিকে যেমন জমির প্রকৃত মালিকরা স্বস্তি পাবেন। অন্যদিকে সরকারের খাস সম্পত্তি গুলো সরকারের ঘরে ফিরে আসবে।

এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, শুধুমাত্র মান্দা নয়, জেলাজুড়ে হাজার হাজার বিঘা খাস জমি এবং পুকুর মানুষ ভোগদখল করেছে। এগুলো উদ্ধার করায় তাদের মুল কাজ। এরই মধ্যে অনেক জমি ও পুকুর উদ্ধার হয়েছে। কিছু জমির বিপরিতে মামলাও হয়েছে। সেগুলোর পক্ষে আদালতে যথাযথ তথ্যপ্রমান উপস্থাপন করে নিষ্পত্তি করা হচ্ছে। গণশুনানির এমন কাজ অব্যাহত থাকবে।

গণশুনানীকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি )শারমিন জাহান লুনা, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুলগণি, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় কয়েক গ্রামের মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৪১   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সরকারকে সহযোগিতা করছে বিএনপি: আমীর খসরু
নওগাঁর মান্দায় ৮’শ একর খাস জমি রক্ষায় প্রশাসনের উদ্যোগ
সামাজিক অবদান রাখতে দেশে ফিরে অভিবাসীদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য
নাব্যতা স্বাভাবিক রাখতে নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে : নৌপরিবহন উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর
থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ
জামালপুরে ব্যাডমিন্টন মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ