আগে থেকেই ধারণা করা গিয়েছিলো পিএসজি ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি রোমাঞ্চকর হবে, হয়েছেও তাই। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (২১ জানুয়ারি) বেনফিকাকে হারিয়ে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বার্সেলোনা। আর বুধবার (২২ জানুয়ারি) তেমনই এক প্রত্যাবর্তনের গল্প লিখল ফরাসি ক্লাব পিএসজি।
পার্ক দে প্রিন্সেসে সিটির কাছে প্রথমে দুই গোল খাওয়ার পর, চার গোল দিয়েছে এনরিকের দল। পিএসজি-সিটি রোমাঞ্চকর ম্যাচটি ৪-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। যদিও দুই দলই গোলের বেশকিছু সুযোগ পেয়েছিল। দ্বিতীয়ার্ধের প্রথম পনেরো মিনিটে চার গোল হয়। যেখানে দুইটি করে গোল দেয় সিটি ও পিএসজি। গোলের শুরুটা করে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৫০তম মিনিটে পিএসজির জালে বল পাঠান বদলি হিসেবে নামা জ্যাক গ্রিলিশ। তার তিন মিনিট পরই আবারও গোল করে সিটি। এবারের গোল স্কোরার হলান্ড। গ্রিলিশের কাটব্যাকে প্রতিপক্ষের পা হয়ে ছয় গজ বক্সে বল পান তিনি, প্রথম স্পর্শে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের এই স্ট্রাইকার।
এরপর শুধুই পিএসজি শো। ৫৬ থেকে ৬০—এই পাঁচ মিনিটে দুই গোল করে ম্যাচে সমতায় ফেরে তারা। ৫৬তম মিনিটে বারকোলার পাস থেকে গোল করেন উসমান দেম্বেলে। তার চার মিনিট পর সেই বারকোলাই স্কোর লাইনে নাম লেখান।
৭৮তম মিনিটে সমর্থকদের আরেকবার উল্লাসে ভাসান নেভেস। ভিতিনিয়ার ফ্রি-কিক থেকে হেডে গোলটি করেন পর্তুগিজ এই তরুণ তুর্কি। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পান দ্বিতীয়ার্ধে বদলি নামা গাককালো রামোস। শুরুতে অফসাইডের পতাকা উঠলেও, ভিএআরে গোলের বাঁশি বাজান রেফারি।
৭ ম্যাচে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ২২ নম্বরে উঠে এলে পিএসজি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে গার্দিওলার সিটি।
এদিকে সিটি হারলেও জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ডিনামো জাগ্রেবকে ৩-০ গোলে হারিয়েছে আর্তেতার দল। আর্সেনালের হয়ে গোল করেছেন রাইস, হাভার্টজ এবং ওডেগার্ড। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে গানাররা।
বাংলাদেশ সময়: ১১:৪৩:১৪ ৮ বার পঠিত