চলতি বিপিএলে উড়তে থাকা রংপুরের বিপক্ষে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুর্বার রাজশাহী। তবে শেষের দিকে তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে রাজশাহীর ব্যাটিং লাইন-আপ। একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেওয়া ইয়াসির আলীর ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ১৭০ রানে থেমেছে এনামুল হক বিজয়ের দল।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে রাজশাহী। ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান করেন ইয়াসির রাব্বি। এছাড়াও ৩৯ রান আসে সাব্বিরের ব্যাট থেকে। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন খুশদীল শাহ।
রাজশাহীর হয়ে আজ ওপেনিংয়ে নামেন সাব্বির হোসেন ও মোহাম্মদ হারিস। প্রথম দুই ওভারেই তারা ২০ রান। তবে পরের ওভারেই এই জুটিকে থামিয়ে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন রাকিবুল হাসান।
রাকিবুল হাসানের বলে খুশদিল শাহ এর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১২ বলে ১৯ রান করা মোহাম্মদ হারিস। তার বিদায়ে ২৪ রানেই প্রথম উইকেট হারায় দুর্বার রাজশাহী।
মোহাম্মদ হারিসের বিদায়ের পর জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সাব্বির হোসেন ও এনামুল হক বিজয়। অবশেষে এই জুটিকে থামিয়ে রংপুরকে স্বস্তি এনে দেন খুশদিল শাহ।
খুশদিল শাহ এর বলে মোহাম্মদ সাইফুদ্দিনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান সাব্বির হোসেন। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৩৯ রান। তার বিদায়ে ভাঙে ৫২ রানের জুটি।
সাব্বির হোসেনের বিদায়ের পরের বলেই সাজঘরে ফিরে যান রায়ান বার্ল। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাকে। তার বিদায়ে ৭৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে রাজশাহী।
৭৬ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন ইয়াসির আলী। এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন তিনি। রংপুরের বিপক্ষে আজ ২৭ বলে অর্ধশতক তুল নেন ইয়াসির আলী। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে রাজশাহী।
ক্রমেই রংপুরের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠছিল এই জুটি। এরপরেই আরও একবার ত্রাণকর্তা হয়ে রংপুরের সামনে আসেন খুশদিল শাহ। খুশদিল শাহ এর বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান অর্ধশতক তুলে নেওয়া ইয়াসির আলী। ৩২ বলে ৬০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৭৬ রানের জুটি।
এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে রাজশাহীর ব্যাটিং লাইন-আপ। একে একে সাজঘরে ফিরে যান এনামুল হক বিজয়, আকবর আলী, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ ও এস এম মেহেরব হাসান।
এনামুল হক বিজয় ৩১ বলে ৩৪, আকবর আলী ৬ বলে ২, সানজামুল ইসলাম ৪ বলে ২, তাসকিন আহমেদ ৩ বলে ৪ ও এস এম মেহেরব হাসান ৬ বলে ৪ রান করে ফিরে যান সাজঘরে। তাদের দ্রুত বিদায়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে দুর্বার রাজশাহী।
বাংলাদেশ সময়: ১৬:২৪:২২ ৯ বার পঠিত