চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫



চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি (সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি)’র সভা টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন নাগরিক সম্পৃক্তকরণ নির্দেশিকা অনুযায়ী ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব সিটি কর্পোরেশন প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জাইকা’র পক্ষে প্রকল্পের উপদেষ্টা নাওকো আনজাই ও নবগঠিত সিএলসিসি কমিটির সদস্যবৃন্দ।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সিএলসিসি কমিটি এই প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাইকা আমাদের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’

সভায় জাইকার পক্ষে নাওকো আনজাই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘সিএলসিসি কমিটির কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি করবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে। আমরা আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী সরাসরি উপকৃত হবেন।’

সভায় কমিটির সদস্যরা নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শহরের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:১১   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের বিকল্প নেই: পাকিস্তান হাইকমিশনার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত
সরকারের সমন্বিত পদক্ষেপে চালের দাম কমবে : খাদ্য উপদেষ্টা
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা
পার্বত্য উপদেষ্টার সড়ক দুর্ঘটনার খবর মিথ্যা
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ফেল করলে ব্যবস্থা গ্রহণ: ফাওজুল কবির
অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: পরিবেশ উপদেষ্টা
চট্টগ্রামসহ সারাদেশের পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা
শহিদদের রক্ত ঋণ শোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান গোলাম পরওয়ারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ