রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেফতার
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর থানা এলাকা থেকে ১০ ছিনতাইকারীকে ছুরি, চাপাতি ও সামুরাইসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-২।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার হওয়া ছনতাইকারীদের মধ্যে মোহাম্মদপুর ও আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদীও (২৮) রয়েছেন। গ্রেফতার অন্যান্য ছিনতাইকারীরা হলেন: মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ (৩০), মো. মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) এবং আকাশ (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী দল মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ওই স্থানগুলোতে র‌্যাব ২- এর একাধিক আভিযানিক দল অভিযান চালিয়ে মোহাম্মপুর ও আদাবর থেকে একজন দস্যুতা মামলার আসামিসহ ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ২টি সামুরা, ১টি চাপাতি, ৩টি চাকু ও ৪টি ফোল্ডিং চাকু রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার মো. মেহেদীর বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে। তিনি চাঁদাবাজি, ডাকাতি, মাদক কারবার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র‌্যাব বলছে, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০১   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা
ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: আইন উপদেষ্টা
নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি ৭ দিনের রিমান্ডে
খুলনাকে হারিয়ে টানা পঞ্চম জয় বরিশালের
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
যৌক্তিক সময়ে নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: রংপুরে শামসুজ্জামান দুদু
মুক্তি পাচ্ছে আরও ৬ ইসরায়েলি জিম্মি
সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, ৬ দফা দাবি
ইসলামী আন্দোলন-বিএনপির বৈঠকে ১০ যৌথ সিদ্ধান্ত গ্রহণ
জেজু এয়ারের বিধ্বস্ত সেই বিমানের ইঞ্জিনে মিলেছে হাঁসের ডিএনএ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ